নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ঋ। সকলের কাছে সাহায্য চেয়েই একাধিক পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। আদপে কী হয়েছে তাঁর সঙ্গে?
সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিনেত্রী ঋ সেন ওরফে ঋতুপর্ণা সেন। পরের পর পোস্টে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি। সকলের কাছে সাহায্য চেয়েই একাধিক পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। আদপে কী হয়েছে তাঁর সঙ্গে?
বাংলাদেশে গিয়েছিলেন একটি ছবির শুটিং করতে। গত জানুয়ারি মাসেই শুটিং শেষ করে দেশে ফিরেছেন। কিন্তু এখনও পর্যন্ত নিজের বকেয়া পারিশ্রমিক পাননি ঋ। শুটিং শেষ হওয়ার দেড় মাস পরেও পারিশ্রমিক মেলেনি। এই কারণে বহুবার তিনি পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে গিয়েও ব্যর্থ হয়েছেন। বারবার ফোন করার পরেও কেউই ফোন তোলেনি তাঁর। শেষমেশ ফেসবুকে এসে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী ঋ সেন।
নিজের তিক্ত অভিজ্ঞতার বিষয়ে ঋ লেখেন, " একটি বাংলাদেশি প্রযোজকের কাছ থেকে আমাকে ভীষণ হয়রানির মধ্যে পড়তে হয়েছে। যার ছবির শুটিং আমি কিছুদিন আগে ঢাকায় শেষ করেছি। এক মাস ধরে আমাকে আমার পারিশ্রমিক নিয়ে হয়রানির মধ্যে পড়তে হয়েছে। ঢাকার কেউ আমাকে এই ব্যক্তিকে গ্রেফতার করতে সাহায্য করবেন? আমি ইপি থেকে প্রোডিওসার সবার নাম প্রকাশ্যে আনতে বাধ্য হব।"
এই পোস্ট দেখেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ প্রসঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মুখও খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন প্রায় "তিন লক্ষ টাকাএখনও পাই। আমি অনেক দিন ধরে বসে আছি। প্রায় দেড় মাস হতে চলল এখনও পারিশ্রমিক পাইনি। তাই ফেসবুকে লিখতে বাধ্য হয়েছিলাম। তবে ফেসবুকে মুখ খোলার পরে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক। এই প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতা হল। ওঁরা কথা দিয়েছেন টাকা দেবেন, টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।"
উল্লেখিত এর আগেও বাংলাদেশে কাজ করতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয়েছে অনেককেই। কিছুদিন আগে বাংলাদেশে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। এবার ঋ-এর একই অভিজ্ঞতার কথা জানাজানি হতেই বাংলাদেশের প্রযোজকের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন অনেকেই।