বাগদান সম্পন্ন, কোথায় বসবে বিয়ে আসর? আর কী পরিকল্পনা রয়েছে ঋতাভরী ও সুমিতের বিয়ে নিয়ে?

Published : Apr 18, 2025, 11:55 AM IST
Ritabhari

সংক্ষিপ্ত

ঋতাভরী চক্রবর্তী এবং সুমিত আরোরার বাগদান সম্পন্ন হয়েছে। পয়লা বৈশাখে বাগদান সেরেছেন তারা। ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।

অবশেষে পরিণতি পেল প্রেম। সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী (Ritabhari chakraborty)। পাত্র টলিউডের নন। বরং তিনি বলিউডের পরিচিত মুখ সুমিত আরোরা। ডিসেম্বরেই হবে বিয়ে। তার আগে পয়লা বৈশাখের দিন বাগদান সারলেন নায়িকা।

জানা যাচ্ছে, থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যের উপস্থিতিতে বিয়ে করবেন সুমিত আরোরা (sumit arora) এবং ঋতাভরী চক্রবর্তী। বাঙালি ও পাঞ্জাবি দুই রীতি মেনে হবে বিয়ে। অনুষ্ঠান হবে ঘরোয়া ভাবেই। তবে রিসেপশন পার্টি বেশ জাঁকজমক পূর্ণ আয়োজন করবেন বলে শোনা যাচ্ছে। কলকাতা ও মুম্বই দুই শহরে হবে রিসেপশন। এই বিষয় স্পষ্ট জানা যায়নি। তবে,সম্ভব দুই শহরেই হবে রিসেপশন।

সদ্য বাগদান সাড়লেন সুমিত আরোরা এবং ঋতাভরী চক্রবর্তী। ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমিতের প্রেমে পড়েন ঋতাভরী। লকডাউনের সময় ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা। লিভ ইন সম্পর্কে ছিলেন তারা। সে সময় ঋতাভরী জানান খুব শীঘ্রই বিয়ে করবেন। ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, সে সম্পর্ক বেশিদিন টিকল না। ধীরে ধীরে সম্পর্ক খারাপ হয়ে যায়। পরে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন নায়িকা। বিচ্ছেদের পর নানান জটিলতা মধ্যে দিয়ে কাটিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। পরে এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘কোনও তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি তাঁর। এখনও তিনি ও তথাগত খুব ভালো বন্ধু। এখনও শরীর খারাপ হলে খোঁজ নেন ততগত তাঁর। জানা যায়, ২০২১ সালে বেশ বড় দুটো অপারেশন হয়েছিল নায়িকার। তাকে সামলেছিলেন তথাগত।’ ২০২২ সালে তাঁদের বিয়ের কথাও পাকা ছিল। আংটি বদলের পর লিভ ইন-এ থাকতেন। পরে এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ভুল মানুষকে বিয়ে করতে চাই না। তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ। ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। তখন মনে হয় বিয়েটা সুন্দর।

সে যাই হোক, ইতিমধ্যে বাগদান সেরেছেন নায়িকা। শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন সুমিত আরোরার সঙ্গে। সম্ভবত ডিসেম্বরেই হবে বিয়ে।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে