পয়লা বৈশাখের সাজে নেট কাঁপাচ্ছেন পাওলি, মিমিরা! কৌশানীর অন্যরকম লুক দেখে তাজ্জব নেটপাড়া

Published : Apr 16, 2025, 01:39 PM IST
Paoli

সংক্ষিপ্ত

বাঙালিদের কাছে পয়লা বৈশাখের মানেটাই আলাদা। আর বাঙালিয়ানার আরেক নাম পয়লা বৈশাখ। শুধু সাধারণ মানুষ নয়, অভিনেতা ও অভিনেত্রীরাও পয়লা বৈশাখের সাজে মেতে গিয়েছেন।

বাঙালিদের কাছে পয়লা বৈশাখের মানেটাই আলাদা। আর বাঙালিয়ানার আরেক নাম পয়লা বৈশাখ। শুধু সাধারণ মানুষ নয়, অভিনেতা ও অভিনেত্রীরাও পয়লা বৈশাখের সাজে মেতে গিয়েছেন।

বৈশাখী সাজে মেতেছেন অভিনেতা অভিনেত্রীরাও। চমৎকার সাজে জ্বলজ্বল করছে নেটপাড়া। পয়লা সাজে নেট দুনিয়া কাঁপিয়েছে মিমি ও পাউলির সাজ।

ক্রিম রঙের শাড়িতে, থ্রি কোয়ার্টার ব্লাউজে সমাজ মাধ্যম কাঁপিয়েছেন মিমি। হাতে, কানে সোনার গয়না। মুখে নুড লিপস্টিক ও নুড মেকআপ। এ ছাড়া তাঁর সাজের অ্যাডঅন হিসেবে কাজে লেগেছে মিমির হাতের ট্যাটু।

 

 

শাড়ি নয়, বরং সালোয়ার পরে সকলের নজর কেড়েছে প্রিয়াঙ্কা সরকারে সাজ। সবুজ চুড়িদার ও লাল নেটের ওড়নায় তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। গানে ঝোলা বড় দুল। অভিনেত্রীর এই সাজ দেখে চমকে গিয়েছেন সকলে।

 

 

বৈশাখের আগেই একের পর এক ছবি দারুণ সাফল্য পেয়েছে। তাই বেশ খোশমেজাজেই রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এদিকে পয়লা বৈশাখে ক্রিম রঙের শাড়ি পরেই অসাধারণ সাজে সেজেছেন কৌশানী। এ ছাড়া গলায় ও হাতে পরেছেন স্টোন ও অক্সিডাইজড জুয়েলারি।

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন