"ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়" এবার সব জল্পনার অবসান! বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খুললেন পৃথা

Published : Apr 08, 2025, 02:04 PM IST
Preetha

সংক্ষিপ্ত

"ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়" এবার সব জল্পনার অবসান! বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খুললেন পৃথা

আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী। হঠাৎই তিনি ফেসবুক ওয়ালে লেখেন, " আমি এবং সুদীপ মুখোপাধ্যায় এখন অফিসিয়ালি ডিভোর্সড। কিন্তু বন্ধু হয়ে থাকবো সারাজীবন।"

কিন্তু সেই কথা হুবহু অস্বীকার করেন সুদীপ নিজে। তিনি বলেন, আমি শুটিং-এ ছিলাম। পৃথা মজা করেছে ও বুঝতে পারেনি যে এই নিয়ে এত তুলকালাম হবে। কিন্তু গত বছরের শেষেও পৃথা এই ধরনের একটি পোস্ট শেয়ার করেন। যাতে লিখেছিলেন, "ডিভোর্স ওকে। ব্রেকআপ ওকে। মুভ অন করাও ওকে। না বলাও ওকে। একা থাকাও ওকে। যেটা ওকে নয়, অর্থাৎ ঠিক নয়, তা হল এমন এক সম্পর্কে থাকা যেখানে তোমার কোনও কদর নেই। তোমার স্বত্বা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।"

এরপর বহুদিন ফেসবুকে এই ধরনের কোনও পোস্ট নেই। এরপর দিন দুয়েক আগে ফেসবুকে স্বামী সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। যদিও সুদীপ এই প্রসঙ্গে বলেছেন, পৃথা প্র্যাঙ্ক করেছেন। কিছু না বুঝেই করে ফেলেছেন তিনি।

কিন্তু তাতেও থামেনি ফেসবুক পোস্ট। এতে পৃথা লিখেছেন, "ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়। তুমি শুধু জানতে না।" পরের পোস্টে তিনি লেখেন, "যা দেখায় তা হয় না। আবার যা হয়, তা দেখা যায় না।" বাকি আছে আরও। ফেসবুকে পৃথা আরও লেখেন, "কখনও কখনও সরি বলতে নেই। শুধু বলতে হয়, 'হ্যাঁ করেছি, তো কী হয়েছে?' এ দিন অর্থাৎ সোমবারও একটি পোস্ট করেছেন পৃথা।

সুদীপ আরও যোগ করেন, " আমিও সারাদিন শুটিংয়ে ছিলাম, আমি জানতাম না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে অনেক ফোন আসছে। একটাই কথা বলার, জাস্ট এমনিই পোস্ট করেছিল অত বোঝেনি। ইটস এ প্র্যাঙ্ক। আমরা একসঙ্গেই আছি। এ সিম্পল প্র্যাঙ্ক গন রং।" তবে গুঞ্জন থামছে না। কানাঘুষো শোনা যাচ্ছে বিয়ে নাকি ভেঙেছেই!

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে