বাংলা ছবির জনপ্রিয় নায়িকা ৫১তেও হট অ্যান্ড হিট। মুক্তির অপেক্ষায় তাঁর ছবি দত্তা। লকডাউনের আগে ছবির শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু নানা কারণে কাজ শেষ হতে দেরী হয়। তবে দত্তা মুক্তির আগেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার
সোশ্যাল মিডিয়ায় গুণে গুণে নমাত্র পাঁচটি ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছুটিতে রয়েছেন জানিয়েছেন। তবে কোথায় ছুটি কাটাচ্ছেন তা অবশ্য জানাননি।
৫০এর কোটা পার করেছেন ঋতুপর্ণা। এখনও টক্কর দিতে পারেন যে কোনও অভিনেত্রীকে। বিকিনিতে আরও বেশি মনোমহিনী করে তুলেছেন নিজেকে। সঙ্গে হালকা রূপটান।
ঋতুতে মজে শুভেশ্রী
ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে অনুরাগীদের একাধিক বার্তা রয়েছে। সেখানে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সকলকে এগিয় গিয়ে বোল্ড মন্তব্য করলেন শুভশ্রী। তিনি আগুনের ছবি পোস্ট করেন। অনেকেই সেক্সি আর হট লেখেন।
হট ঋতুপর্ণা
এর আগেও সোশ্যাল মিডিয়াতে হট আর বিকিনি লুকে ধরা দিয়েছেন ঋতুপর্ণা। সুইমিং পুলেও নিজের ছবি পোস্ট করেছেন। কিন্তু এবারে হালকা মেকআপে তাঁকে একদম অন্য রকম লাগছিল।
এভারগ্রিন বলেও দাবি
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ঋতুপর্ণা নিজেকে এভারগ্রিন বলেও দাবি করেন। কিন্তু তাঁর বয়স ৫২ বলাতেও কিছুটা রাগ করেন তিনি। যদিও ইউকিপিডিয়ার তথ্য অনুযায়ী তাঁর বয়স ৫১। ১৯৭১ সালের ৭ নভেম্বর তাঁর জন্ম।