শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। তবে, পুরো উপন্যাসের কাহিনি নয়। ছবিতে আছে বাণিজ্যিক ছোঁয়া। সদ্য মুক্তি পেল সেই ছবি।
210
গল্পের শুরুতে দেখা যাবে, একটি পরিবারের কেউ কাউকে সহ্য করতে পারে না। কেউ হিংসা করা তাঁর বৌদিকে। কেউ বউ-র মাস্টারকে পছন্দ করেনা। কেউ নিজের জামাইবাবুকে অপছন্দ করে। তেমনই কেউ নিজের বরকে সহ্য করতে পারে না।
310
এই পরিবারে ঘটে যায় পর পর চারটে খুনের ঘটনা। তার মধ্যে তিনজনের মত্যু হয় সর্পাঘাতে। কিন্তু, সত্যিই কি তাদের মৃত্যুর কারণ সর্পাঘাত। রহস্য উদঘাটনে নামবেন ব্যোমকেশ। দূ্র্গের প্রতি কোণায় রয়েছে রহস্য। ব্যোমকেশ কীভাবে সত্যের অনুসন্ধান করে তা নিয়ে ছবিটি।
410
ছবির বাড়তি পাওনা বলতে সত্যবতী ও ব্যোমকেশের প্রেম। কদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। এই ট্রেলার মুক্তির থেকেই ছবি ছিল খবরে। ট্রেলার জুড়ে দেখা গিয়েছে সত্যবতী ও ব্যোমকেশের রসায়ন। ছবিতে দেখা যাবে, গর্ভবতী সত্যবতী তাঁর ব্যোমকেশের কাছে একটিই আবদার করছেন। যাতে সে এই সময় আর কোনও ঝুঁকি না নেন।
510
ছবিতে তাঁদের উষ্ণ আলিঙ্গ, প্রেম আর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এবার ব্যোমকেশ একেবারে ফ্যামিলি ম্যান। এরপরই দেখা মিলল আসল রহস্যের। রহস্য, খুন, রোমাঞ্চ, ভালোবাসা সব নিয়ে মুক্তি পেল ছবিটি।
610
দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে বহুদিন ধরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। দেবকে ব্যোমকেশ বেশে দেখতে উগ্রীব সকলে। তেমনই সত্যবতীর চরিত্র রুক্মিণী কতটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন, তা দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
710
এবার শুধু সত্যান্বেষী নয় সঙ্গে একজন দায়িত্ববান বহু বাবার চরিত্রেও দেখা যাবে ব্যোমকেশকে। সব মিলিয়ে ছবি জুড়ে দেখা দেবে এক রাশ নতুনত্ব। ছবিতে দেবকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে। তেমনই সত্যবতীর চরিত্রে দেখা দেবেন রুক্ষ্মিণী। অন্য দিকে, অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরিশ ভট্টাচার্যকে।
810
সদ্য় অনুষ্ঠিত হল তারই প্রিমিয়ার। যেখানে বসেছিল চাঁদের হাট। দেব-রুক্মিণী- অম্বরিশ তো ছিলেই ছিলেন বাকি সকল তারকা। দেখা যায় লগ্নজিতাকে। দেখা যায় বীরশা দাশগুপ্তকে। সব মিলিয়ে এই অনুষ্ঠান ছিল বেশ মনোমুগ্ধ কর
910
এর আগে আবির থেকে অনির্বাণ একাধিক তারকাকে দেখা গিয়েছে ব্যোমকেশ হিসেবে। সত্যবতী চরিত্রে সোহিনী সরকার নজর কেড়েছিল সকলকে। এবার সেই চরিত্রে দেখা দেবেন দেব ও রুক্মিণী। রিয়েল লাইফ কাপেল দেব রুক্ষ্মিণীর অনস্ক্রিন কেমিস্ট্রি এর আগে দেখেছেন দর্শকেরা। তবে, এবার একেবারে অন্যরকম চরিত্রে দেখলে দর্শকেরা।
1010
দেব- রুক্ষ্মিণীকে এমন চরিত্রে দেখতে অধীর অগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকেরা। পোস্টার থেকে ট্রেলার সবই মন কেড়েছিল দর্শকদের। আর ছবি মুক্তির পর ইতিমধ্যে তা সফল হল। ১১ অগস্ট মুক্তি পেল দেব- রুক্মিণী অভিনীত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ছবিতে চেনা ছকের বাইরে বেরিয়ে অভিনয় করে দর্শকদের চমক দিলেন দেব।