'ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা...' বোনের জন্মদিনে এ কি লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়!!

Published : Aug 25, 2023, 08:26 AM ISTUpdated : Aug 25, 2023, 08:54 AM IST

বোন অজোপা মুখোপাধ্যায়ের জন্মদিনে দারুণ সাজে দেখা গেল বঙ্গ তনয়াকে। দুই বোনের সাজে ছোটবেলা মনে পড়ে গেল স্বস্তিকার। 

PREV
17

নিজের ছোট বোনের জন্মদিন বলে কথা, তাও আবার তিনি টলি এবং বলি, উভয় জগতের দাপুটে সুন্দরী, তাই নেটিজেনদের নজরে তো তিনি থাকবেনই। 

27

কিন্তু, একি! ছোট বোনের জন্মদিনে সোশ্যাল মিডিয়া পোস্টে এ কি লিখলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়!!

37

২৪ অগাস্ট ছিল ডিজাইনার অজোপা মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই দিনে সোশ্যাল মিডিয়ায় সাজুগুজু করে একসাথে দুই বোনের ছবি দিলেন তাঁর দিদি স্বস্তিকা মুখোপাধ্যায়। 

47

সেই পোস্টে তিনি লিখলেন, ‘আমি কোনও দিনও ভাবিনি যে, আমি একজন মানুষকে এতটা ভালোবাসব, যাকে আমার বাবা-মা একদিন ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিল। শুভ জন্মদিন বোনু।’

57

এরপর হাসির ইমোজি দিয়ে স্বস্তিকা এও লিখেছেন যে, ‘এই কথা শোনার পর আমাকে ঝাঁটা দিয়ে মারার জন্যও তোকে ধন্যবাদ।’

67

তবে, চল্লিশের কোঠায় বয়সে নিজের ছোট বোনকে স্বাগতও জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি, নিজের ম্যাচিং ব্লাউজের জন্য ডিজাইনারকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ছোটোবেলায় মা আমাদের জন্য ম্যাচিং জামা বানাত, তুমি ছোটোবেলাটা মনে করিয়ে দিলে’।

77

বলা বাহুল্য, ছোটবেলায় ভাইবোনদের রাগানোর জন্য ‘তোকে বাবা-মা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিল’ তত্ত্বটা বড় ভাইবোনরা ব্যবহার করে থাকে, সেই তত্ত্বে বাঙালি অভিনেত্রীও যে দারুণভাবে সামিল, সেকথা সোচ্চারে জানিয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- 
Weather News: জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Chandrayaan 3: আরিব, অমিত, কাসিফ… চাঁদ ছোঁয়ার ইতিহাসে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অবদান
Before Dying Symptoms: শিবপুরাণ অনুসারে মৃত্যুর আগে এই লক্ষণগুলি বুঝিয়ে দেয় মানুষের বেঁচে থাকতে আর কতদিন বাকি

click me!

Recommended Stories