ঠোঁটে ঠোঁট লাগিয়ে গাঢ় চুম্বন, রাজের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিলেন স্ত্রী শুভশ্রী, ছবি ভাইরাল

ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজের গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। লাল রঙের সরু ফিতের শর্ট ড্রেসে বোল্ড লুকে দেখা গিয়েছে শুভশ্রীকে, অন্যদিকে কালো রঙের শার্ট ও কালো প্যান্ট পরে নজর কেড়েছেন বার্থ ডে বয়।

টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনটা বড্ড স্পেশ্যাল পরিণীতি শুভশ্রীর কাছে। এই দিনটার জন্য প্রতিবছরেই স্পেশ্যাল কিছু আয়োজন থাকে। এবারও তার অন্যথা হল না। ৪৯-শে পা দিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। মঙ্গলবার রাতের বেলাতেই ডাইন আউটে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেখানেও ধুমধাম করে জন্মদিনটা সেলিব্রেট করেন কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী।

লাল রঙের সরু ফিতের শর্ট ড্রেসে বোল্ড লুকে দেখা গিয়েছে শুভশ্রীকে, অন্যদিকে কালো রঙের শার্ট ও কালো প্যান্ট পরে নজর কেড়েছেন বার্থ ডে বয়। এই ছবিতেও গভীর চুম্বনে মত্ত থাকতে দেখা গেছে টলিপাড়ার লাভবার্ডকে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজের গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। এবং অন্যান্য ছবিতে রাজকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন শুভশ্রী। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের ভালবাসা যে এতটুকুও কমেনি, তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে। এই রোম্যান্টিক ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, শুভ জন্মদিন, আমার ভালবাসা, রাজ। তারকা দম্পতির এই কাপল গোলস দেখে সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

Latest Videos

 

 

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল মধ্যরাত থেকেই। হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাতটা পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করেন রাজ চক্রবর্তী। প্রতিবারের মতো পরিবার, স্ত্রী, সন্তানের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করলেন রাজ চক্রবর্তী। সম্প্রতি বার্থ ডে সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে দেখানে যাচ্ছে টেবিলে সাজানো দুটো কেক, যার উপর জ্বলছে মোমবাতি, কালো রঙের টি-শার্ট পরে আনমনা হয়ে বসে রয়েছেন বার্থ -ডে বয় রাজ চক্রবর্তী। অন্য ছবিগুলিতে রাজকে জড়িয় ধরে আদরে-চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী।

 

 

স্বামী রাজের জন্মদিনে আদুরে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মিষ্টি ক্যাপশন। যেখানে লেখা রয়েছে,শুভ জন্মদিন পার্টনার রাজ চক্রবর্তী,আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে আমার জীবনে তোমাকে পেয়েছি। আমি তোমার সমস্ত সুখ, স্বাস্থ্য, সাফল্য কামনা করি। আমি তোমাকে বিশ্ব আমার ভালবাসা কামনা করি। তুমিই সবচেয়ে শ্রেষ্ঠ । এভাবে আদরে ভালবাসার চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। কালো রঙের টুইনিং পোশাকে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রীকে। শুভশ্রীর এই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today