সকলের সামনে রুক্মিণীকে নিজের স্ত্রী বলে মর্যাদা দেন দেব। তারপর থেকেই বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। ভাইরাল ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক। আপতত প্রজাপতি ছবি নিয়ে প্রতিনিয়ত চর্চায় উঠে আসছেন দেব। তবে সিনেমাই শুধু নয় ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন অভিনেতা। টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে দেব-রুক্মিণী রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল। সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন।
টলিপাড়ার চর্চিত কাপল দেব ও রুক্মিণীর রিল লাইফের বাইরেও রিয়েল বাইরেও চর্চায় থাকেন। কেরিয়ারের শুরু থেকেই দেবের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করে চলেছেন রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে বিভিন্ন খবর প্রতিমুহূর্তে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন দেব ও রুক্মিণী। সম্প্রতি ডান্স ডান্স জুনিয়র রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে দেখা গেছে দেব ও রুক্মিণীকে। সেখানেই সকলের সামনে রুক্মিণীকে নিজের স্ত্রী বলে মর্যাদা দেন দেব। তারপর থেকেই বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। ভাইরাল ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
বিয়ে নিয়ে চর্চার মধ্যেই দেবকে নিয়ে মুখ খুললেন রুক্মিণী। সম্পর্কের শুরুতে দেবের সঙ্গে কেমন সম্পর্ক ছিল অভিনেত্রীর পরিবারের তাও খোলসা করলেন নায়িকা। দিদি নম্বর ওয়ান রিয়্যালিটি শো-তে এসে দেবকে নিয়ে মুখ খুলেছিলেন নায়িকা। অভিনেত্রী আড্ডার ছলে অনেক গোপন কথা শেয়ার করেছিলেন শো-এর সঞ্চালক রচনা ব্যানার্জিকে। অভিনেত্রী রুক্মিণী বলেন,তার বাবা নাকি প্রথমে দেবকে চিনতই না। দেব যখন প্রথম রুক্মিণীর বাড়ি যায় এবং তার বাবার মুখোমুখি হয়,তখন দেবের থেকে পরিচয় জানাতে চাওয়া হয়। রুক্মিণীর বাবার প্রশ্ন শুনে প্রথমে অবাক হলেও দেব জানান, আমি দীপক অধিকারী, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, এবং বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত। রুক্মিণীর এই কথা শুনে সকলেই হেসে গড়িয়ে পড়েন। টলি অভিনেতা তথা সাংসদ দেব সর্বদাই রয়েছেন খবরের শিরোনামে। ঘাটালের সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। স্টারডমের শিখরে থেকেও কীভাবে সকলের সঙ্গে জুড়ে থাকতে হয় তা সুপারস্টার দেবের থেকে ভাল কেউ জানেন না। হাজারো ব্যস্ততার মধ্যে পরিবারের সঙ্গে সময় দেওয়া সবটাই ব্যালেন্স করে চলেছেন অভিনেতা দেব। কাজের ফাঁকে সময় পেলেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ছুটি কাটাাতে বেরিয়ে পড়েন টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও সাংসদ অভিনেতা দেব। কিছুদিন আগেও গ্রীসে ছুটি কাটিয়েছেন দেব ও রুক্মিণী। দেবের কাছের মানুষ মুক্তির পরেই গ্রীসে পাড়ি দিয়েছিলেন টলি কাপলস।