প্রয়াত একেনবাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত, বুধবার কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হল লেখকের দেহ

Published : Jan 18, 2023, 06:33 PM IST
Sujan Dasgupta

সংক্ষিপ্ত

১৮ জানুয়ারি কলকাতার বাড়ি থেকে উদ্ধার হল একেনবাবুর গল্পের স্রষ্টা সুজন দাশগুপ্তর নিথর দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার সকালেই দুঃসংবাদ। প্রয়াত একেনবাবু গল্পের লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে লেখকের কলকাতা ফ্ল্যাট থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। মৃত্যুর কারণ ঠিক কী সেবিষয় এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বুধবার সকালেই সুজন দাশগুপ্তের বাড়িতে পৌঁছয় পুলিশ। শেষ ৫০ বছর আমেরিকায় কাটালেও বেশ কয়েকমাস ধরে কলকাতাতেই ছিলেন একেনবাবুর স্রষ্টা।

১৮ জানুয়ারি কলকাতার বাড়ি থেকে উদ্ধার হল একেনবাবুর গল্পের স্রষ্টা সুজন দাশগুপ্তর নিথর দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। গত কয়েকমাস ধরে কলকাতায় ছিলেন তিনি। জানা যাচ্ছে মঙ্গলবার শান্তিনিকেতনে গিয়েছিলেন লেখকের স্ত্রী। সূত্রের খবর বুধবার সকালে পরিচারিকা এসে কলিং বেল বাজালে কেউ দরজা না খোলায় দরজা ভাঙতে হয়। এরপরই তাঁকে ফ্ল্যাটে মৃত অবস্থাটয় পাওয়া যায়। ঘটনায় শোকের ছায়া টলিপাড়ায়। শোকপ্রকাশ করেছেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার