১৮ জানুয়ারি কলকাতার বাড়ি থেকে উদ্ধার হল একেনবাবুর গল্পের স্রষ্টা সুজন দাশগুপ্তর নিথর দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার সকালেই দুঃসংবাদ। প্রয়াত একেনবাবু গল্পের লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে লেখকের কলকাতা ফ্ল্যাট থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। মৃত্যুর কারণ ঠিক কী সেবিষয় এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বুধবার সকালেই সুজন দাশগুপ্তের বাড়িতে পৌঁছয় পুলিশ। শেষ ৫০ বছর আমেরিকায় কাটালেও বেশ কয়েকমাস ধরে কলকাতাতেই ছিলেন একেনবাবুর স্রষ্টা।
১৮ জানুয়ারি কলকাতার বাড়ি থেকে উদ্ধার হল একেনবাবুর গল্পের স্রষ্টা সুজন দাশগুপ্তর নিথর দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। গত কয়েকমাস ধরে কলকাতায় ছিলেন তিনি। জানা যাচ্ছে মঙ্গলবার শান্তিনিকেতনে গিয়েছিলেন লেখকের স্ত্রী। সূত্রের খবর বুধবার সকালে পরিচারিকা এসে কলিং বেল বাজালে কেউ দরজা না খোলায় দরজা ভাঙতে হয়। এরপরই তাঁকে ফ্ল্যাটে মৃত অবস্থাটয় পাওয়া যায়। ঘটনায় শোকের ছায়া টলিপাড়ায়। শোকপ্রকাশ করেছেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী।