
রবিবার সকাল থেকেই ঠাকুরপুকুর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল টলিপাড়ায়। জানা গিয়েছে এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে টলিউডের একাধিক সদস্য। রবিবার সকাল ৯টা নাগাদ, ঠাকুরপুকুর এলাকায় হঠাৎই কয়েকজন পথচারীকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ গাড়ি। পরে জানা যায় ওই গাড়িটি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। তবে গাড়িতে একা পরিচালক ছিলেন না।
ছিলেন আরও বেশ কয়েকটি পরিচিত মুখ। কিন্তু কারা ছিলেন তা নিয়ে এখনও কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে ওই গাড়িতে ঘটনার দিন ছিলেন, অভিনেত্রী ঋ সেন, প্রযোজক শ্রিয়া বসু, আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহা। ঠিক কী ঘটেছিল ওই দিন, অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন আরিয়ান,
আরিয়ান জানিয়েছেন, “আমাদের সিরিয়াল ভিডিও বৌমার রেটিং ভাল হওয়ার কারণে সেলিব্রেট করতে আমরা শনিবার রাতে যাই দক্ষিণ কলকাতার একটি পানশালায়। তবে সেখান থেকে আমি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছিলাম না। আমার গাড়ি আমার চালক চালিয়েছে। এরপর জোকার কাছে আমার বাড়িতে পরিচালক ভিক্টো, ঋ রবিবার সকালে আড্ডা দেয়। এরপর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর আমি কিছু জানি না। যেহেতু আমার শুট ছিল তাই আমি আবার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর শুটিং সেটে এসে আমি বাকি খবরটা জানতে পারি। শুনেছি গাড়িতে ভিক্টো ও ঋতুপর্ণা (ঋ) বোধহয় ছিলেন।” অবশয শ্রিয়া বসুও আরিয়ানের বাড়িতে আড্ডা দিয়েছিলেন। এবং আড্ডার পরে নিজের গাড়ি নিয়েই বাড়িতে যান স্যান্ডি সাহা।