ফের আবার খবরে এলেন নায়িকা। কালো রঙের পোশাকে ভাইরাল হল মধুমিতার নতুন লুক। কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে দেখা গেল মধুমিতা। এদিকে সদ্য মুক্তি পেল চিনি ২।‘চিনি ২’ ছবি ছবিতে থাকছেন মধুমিতা, অপারিজাত আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও পিঙ্কি বন্ধ্যোপাধ্যায়।