ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে থ্রিলার ধর্মী ছবি ‘দশম অবতার’-র পোস্টার। যেখানে দেখা মিলেছে জয়া এহেসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অরির্বাণ ভট্টাচার্যের। পোস্টারটি বিশেষ ভাবে তৈরি। সকলের মুখের বিভিন্ন অংশ যেন আলাদা করে জোড়া। এই পোস্টার দেখে স্পষ্ট একরাশ রহস্য নিয়ে আসছে ছবিটি।