Abar Proloy: শাশ্বত থেকে ঋদ্ধিমা- ‘আবার প্রলয়’-র সাকসেস পার্টিতে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন একাধিক টলি তারকা

১১ অগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয়। সিরিজটি যে ব্যাপক সফল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সদ্য অনুষ্ঠিত হল সিরিজের সাকসেস পার্টি। সেই পার্টিতে বসেছিল চাঁদের হাট।

Sayanita Chakraborty | Published : Sep 1, 2023 7:08 AM IST
110

সদ্য মুক্তি পেয়েছে আবার প্রলয়। রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজটি। প্রেমের জালে ফাঁসিয়ে কীভাবে মেয়েদের পাচার করা হয়, তা নিয়ে তৈরি এই সিরিজ। সদ্য অনুষ্ঠিত হল সিরিজের সাকসেস পার্টি। সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী ও সিরিজের প্রযোজক শুভশ্রী গাঙ্গুলী।

210

ওম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি এই সিরিজ। সুন্দরবনের নারী পাচার আটকাতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত। এই অন্যায় রুখতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক সত্য। সবার আগে রুবেলের খুনের মামলা আসে তার সামনে। সেই থেকে শুরু রহস্য। ছবিতে অনিমেষ দত্তের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে জুন মালিয়াকে।

310

সিরিজে দেখা যাবে রুবেন খুনের অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছাবেন সুন্দরবনের এক বাবার কাছে। রহস্য আরও ঘনীভূত হবে। কীভাবে একটি সমস্যার জট খুলতে গিয়ে একাধিক সমস্যা বেরিয়ে আসবে তা দেখা যাবে। সদ্য অনুষ্ঠিত হল সিরিজের সাকসেস পার্টি। সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী।

410

সুন্দরবনের কাহিনি নিয়ে এল আবার প্রলয়। মুক্তি পেতে না পেতেই তা নজর কাড়ল দর্শকদের। সদ্য অনুষ্ঠিত হল সিরিজের সাকসেস পার্টি। সেখানে উপস্থিত ছিলেন কৌশানী ও বনি।

510

ওয়েব সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষের মতো তারাকারা। শাশ্বত অভিনয় করেছেন অনিমেষ দত্ত। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জুন মালিয়া।

610

এদিকে স্থানীয় এক দুষ্কৃতির চরিত্রে দেখা গিয়েছে গৌরবকে। সকলে প্রথমে সন্দের করবে তাঁকে। কিন্তু, পরে খুলবে গল্পের মোড়। এই সিরিজে নিজের চেনা ছকের বাইরে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন গৌরব চক্রবর্তী। এদিক সিরিজের সাকসেস পার্টিতে স্ত্রীকে নিয়ে হাজির ছিলেন গৌরর।

710

শীঘ্রই গৌরব ও ঋদ্ধিমার পরিবারে আসছে নতুন সন্তান। তাঁর আগে গৌরবের কেরিয়ারে এল এক বিশেষ সাফল্য। এদিন গৌরব ও ঋদ্ধিমাকে দেখা গেল শাশ্বত ও রাজ চক্রবর্তীর সঙ্গে পোজ দিতে।

810

তেমনই ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে ভন্ড বাবার চরিত্রে। ঋত্বিকের অভিনয় দক্ষতার কথা বলার অপেক্ষা রাখে না। ফলে এই সিরিজেও যে তিনি ফাটিয়ে অভিনয় করেছেন তা আগেই সকলে বুঝে গিয়েছে।

910

বাকি তারকারাও নিজের সেরাটা দিয়েছেন। কৌশানিকেও এই প্রথম দর্শকেরা দেখলেন অন্যরকম চরিত্রে। সব সময় বাণিজ্যিক ছবির নায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে। এই প্রথম ভিন্ন ধরনের ছবিতে কাজ করেছেন। সব মিলিয়ে দর্শক মনে স্থান পেয়েছে আবার প্রলয়।

1010

এদিন সাকসেস পার্টিতে উপস্থিত ছিলের আবার প্রলয়ের পুরো টিম। পার্টি শেষে কেক কাটেন পরিচালক রাজ চক্রবর্তী। সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন ছবির পুরো টিমের সঙ্গে।

Share this Photo Gallery
click me!

Latest Videos