Tollywood Actress: ‘কুমুদিনী ভবন’-এর চর্চার মধ্যেই ফুরফুরে মেজাজে ছুটি কাটিয়ে এলেন ঊষসী রায়

Published : Aug 30, 2023, 09:10 AM IST

টলি অভিনেত্রী ঊষসী রায় নিজের ব্যস্ততার ফাঁকে সময় বের করে শহরের আশেপাশে করে এলেন ছোট্ট ট্রিপ।  

PREV
17

‘মিলন তিথি’-র অহনা থেকে ‘বকুল কথা’-র বকুল, সব চরিত্রেই তিনি বঙ্গীয় দর্শকদের নজরকাড়া।

27

ইদানিং, অম্বরীশ ভট্টাচার্যের সঙ্গে তাঁর নতুন ছবি ‘কুমুদিনী ভবন’-এর প্রচারের জন্য তিনি বারবারই আসছেন টিভির পর্দায়।

37

সেই টলি অভিনেত্রী উষশী রায়-ই নিজের ব্যস্ততার ফাঁকে সময় বের করে শহরের আশেপাশে করে এলেন ছোট্ট ট্রিপ।

47

সোশ্যাল মিডিয়ায় নিজের ছুটি কাটানোর টুকরো টুকরো ছবি পোস্ট করলেন সুন্দরী উষশী।

57

মোটা ফ্রেমের কালো সানগ্লাস আর কালো ক্রপ টপে তিনি সত্যিই নজরকাড়া।

67

মিনি স্কার্টের পারদে উষ্ণতা চড়েছে টলিপাড়ার ট্রেন্ডে।

click me!

Recommended Stories