পঞ্চম থেকে প্রথম স্থান দখল করল 'কথা', দেখে নিন টিআরপি-র তালিকায় কোন কোন সিরিয়াল আছে প্রথম দশে

Published : Dec 06, 2024, 09:31 PM ISTUpdated : Dec 07, 2024, 11:17 AM IST
Image of Bengali Serial Entertainment

সংক্ষিপ্ত

গত কয়েক সপ্তাহের টিআরপি তালিকায় বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। ফুলকির শীর্ষস্থান দখল করেছে কথা। এই সপ্তাহের টিআরপি তালিকায় কথা, গীতা এলএলবি, পরিণীতা, জগদ্ধাত্রী, ফুলকি, উড়ান সহ আরও অনেক সিরিয়াল স্থান পেয়েছে।

গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তালিকায় তেমন পরিবর্তন দেখা যায়নি। বেশ কয়েক সপ্তাহ ধরে শীর্ষে আছে ফুলকি। এবার সেই স্থান কেড়ে নিল কথা। দেখে নিন তালিকায় কে কে আছে।

টিআরপি-র তালিকায় প্রথম স্থানে আছে কথা। এই সিরিয়ালের রেটিং ৭.২। দ্বিতীয় স্থানে আছে গীতা এলএলবি এবং পরিণীতা। এই সিরিয়ালের রেটিং ৭.০। তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী, ফুলকি ও উড়ান। এই সিরিয়ালের রেটিং ৬.৯। পঞ্চম স্থানে আছে রাঙামতী তীরন্দাজ। এই সিরিয়ালের রেটিং ৬.৬। ষষ্ঠ স্থানে আছে আনন্দী। এই সিরিয়ালের রেটিং ৬.৪। সপ্তম স্থানে আছে রোশনাই ও তেঁতুলপাতা। এই সিরিয়ালের রেটিং ৬.২। অষ্টম স্থানে আছে শুভ বিবাহ। এই সিরিয়ালের রেটিং ৬.০। নবম স্থানে আছে মিত্তির বাড়ি। এই সিরিয়ালের রেটিং ৫.৬। দশম স্থানে আছে অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল। এই সিরিয়ালের রেটিং ৫.৫।

এই সপ্তাহে বদলে গিয়েছে টিআরপি তালিকা। গত কয় সপ্তাহ ধরে শীর্ষে ছিল ফুলকি। রেটিং ছিল ৭.৭। এবার সেই স্থান দখল করল কথা। এই সিরিয়ালের রেটিং ৭.২। তেমনই এই তালিকায় স্থান পেয়েছে এলএলবি, পরিণীতা, জগদ্ধাত্রী, ফুলকি, উড়ান, রোশনাই, তেঁতুলপাতা, আনন্দী, মিত্তির বাড়ি, অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল, শুভ বিবাহ-র মতো সিরিয়ালগুলো।

গত সপ্তাহে প্রথম স্থানে ছিল ফুলকি। রেটিং ছিল ৭.৩। দ্বিতীয় স্থানে ছিল জগদ্ধাত্রী। রেটিং ছিল ৭.২। তৃতীয় স্থানে ছিল গীতা এলএলবি। রেটিং ছিল ৭.১। চতুর্থ স্থানে ছিল কোন গোপনের মন ভেসেছে। রেটিং ছিল ৭.০। পঞ্চন স্থানে ছিল কথা। রেটিং ছিল ৬.৭। ষষ্ঠ স্থানে ছিল পরিণীতা ও উড়ান। রেটিং ছিল ৬.৬। সপ্তম স্থানে ছিল রাঙামতি তীরন্দাজ। রেটিং ছিল ৬.২। অষ্টম স্থানে ছিল শুভ বিবাহ। রেটিং ছিল ৬.১। নবম স্থানে ছিল রোশনাই। রেটিং ছিল ৬.০। দশম স্থানে ছিল অনুরাগের ছোঁয়া ও আনন্দী। রেটিং ছিল ৫.৯।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে