জেনে নিন TRP তালিকায় কোন কোন সিরিয়াল স্থান পেল প্রথম দশে, কে আছে তালিকার শীর্ষে

রিপোর্ট বলছে এবার সবচেয়ে বড় চমক দিয়েছে জলসার গীতা এলএলবি। তবে, দেখে নিন তালিকার শীর্ষে কোন ছবি স্থান পেল।

জানুয়ারির শেষ সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফল করল TRP-তে, তা জানতে আগ্রহী থাকেন সকলে। রিপোর্ট বলছে এবার সবচেয়ে বড় চমক দিয়েছে জলসার গীতা এলএলবি। তবে, দেখে নিন তালিকার শীর্ষে কোন ছবি স্থান পেল।

প্রথম স্থান পেল- জগদ্ধাত্রী। ৮.৭ রেটিং পেল সিরিয়ালটি।

Latest Videos

দ্বিতীয় স্থান পেল- ফুলকি/ গীতা এলএলবি। ৮.১ রেটিং পেল সিরিয়ালটি।

তৃতীয় স্থান পেল- নিম ফুলের মধু। ৭.৮ রেটিং পেল সিরিয়ালটি।

চতুর্থ স্থান পেল- অনুরাগের ছোঁয়া। ৭.২ রেটিং পেল সিরিয়ালটি।

পঞ্চম স্থান পেল- কথা। ৭.১ রেটিং পেল সিরিয়ালটি।

ষষ্ঠ স্থান পেল- কোন গোপনের মন ভেসেছে ও সন্ধ্যাতারা। ৬.৯ রেটিং পেল সিরিয়ালটি।

সপ্তম স্থান পেল- কার কাছে কই মনের কথা। ৬.৭ রেটিং পেল সিরিয়ালটি।

অষ্টম স্থান পেল- লাভ বিয়ে আজকাল। ৬.৬ রেটিং পেল সিরিয়ালটি।

নবম স্থান পেল- জল থই থই ভালোবাসা ও তোমাদের রাণী। ৬.৫ রেটিং পেল সিরিয়ালটি।

দশম স্থান পেল- তুমি আশেপাশে থাকলে। ৬.১ রেটিং পেল সিরিয়ালটি।

রিপোর্ট বলছে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের স্থান নিজের দখলে রাখল জগদ্ধাত্রী। ২০২২ সালে অগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাবিক। এক সময় টাকা টিআরপি টপার ছিল। টক্কর দিত মিঠাইকেও। তবে, মাঝে অনুরাগের ছোঁয়া দখল করে নিয়েছিল সেরার স্থান। এখন পিছিয়ে গিয়েছে সিরিয়ালের স্থান। শেষ কয় সপ্তাহে অনুরাগের ছোঁয়ার রেটিং কমেছে। তেমনই দুই নম্বরে গীতার সঙ্গে রয়েছে জি বাংলার ফুলকি। এই দুই সিরিয়াল গড়েছে রেকর্ড। চমক দিয়েছে সকলকে। সদ্য প্রকাশ্যে এল TRP তালিকা। এই তালিকায় শীর্ষ স্থানে আছে জগদ্ধাত্রী। তেমনই তৃতীয় স্থান পেল নিম ফুলের মধু। ৭.৮ রেটিং পেল সিরিয়ালটি। আর চতুর্থ স্থান পেল অনুরাগের ছোঁয়া। ৭.২ রেটিং পেল সিরিয়ালটি।

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)