ICU-তে ভর্তি শ্বেতা ভট্টাচার্যের মা, মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ জানালেন ভক্তদের

Published : Sep 25, 2023, 12:39 PM IST
Shweta Bhatterjee

সংক্ষিপ্ত

এখন স্যালাইন, অক্সিজেন চলছে ইকো কার্ডিওগ্রাফি হয়েছে। বুকে একটা স্ক্যানও হয়েছে বলে জানিয়েছেন শ্বেতা ভট্টাচার্য।

কঠিন ভাবে দিন কাটছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। ICU-তে ভর্তি হলেন মা। ২১ সেপ্টেম্বর ছিল শ্বেতার জন্মদিন। সেদিন মেয়ের জন্মদিন ভালোমন্দ রান্না করেন তাঁর মা। শ্বেতার পছন্দের সব খাবার বানান। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁরে হাসপাতালে ভর্তি করতে হয়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেন, কয়েকদিন ধরে তাঁর মা খুবই অসুস্থ। ১০২-১০৩ জ্বর তাঁর। জ্বরটা ওঠানামা করছে ভীষণ ভাবে। সে কারণে খুবই দুর্বল। এমন অবস্থা উঠে বসা তো দূরের কথা তিনি মাথা তুলতে পারছেন না। সোডিয়াম, পটাসিয়াম কমে গিয়েছে এসেবারে। বাথরুমে পড়ে গিয়েছিলেন। তাঁর বাবা ধরে ধরে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, তাঁর মায়ের কোনও সেন্স কাজ করছে না। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছে। তিনি বলেন, প্রথমে সকলে ভেবেছিলেন তাঁর ডেঙ্গিতে আক্রান্ত। কিন্তু, পরে সে রিপোর্ট নেগেটিভ আসে। প্রথমে বাড়িতেই টেস্ট করিয়েছিলেন। পরে আবার হাসপাতালেও পরীক্ষা হয়েছে ডেঙ্গির। সেই রিপোর্টও এসেছে নেগেটিভ এসেছে। এখন স্যালাইন, অক্সিজেন চলছে ইকো কার্ডিওগ্রাফি হয়েছে। বুকে একটা স্ক্যানও হয়েছে বলে জানিয়েছেন শ্বেতা ভট্টাচার্য।

মায়ের এই অবস্থার কারণে কঠিন সময়ের মধ্যে দিন কাটছে শ্বেতা ভট্টাচার্যের। সে কারণে ভক্তদের অনুরোধ করলেন। সকলতে তাঁর মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ জানালেন শ্বেতা ভট্টাচার্য।

 

 

এদিকে সদ্য স্বামীর অসুস্থতার কারণে খবরে আসেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। নানান কথা শোনা যাচ্ছে টলিপাড়ায়। কেউ বলছেন তিনি করোনা আক্রান্ত। কেউ বলছেন তাঁর শরীরে বাসা বেঁধেছে অন্য কোনও কঠিন রোগ। এবার এই সব শেষে মুখ খুলেন অভিনেত্রী। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে তুলোধনা করেছেন এই সকল মন্তব্যকারীদের। আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গিতে আক্রান্ত নন। তবে এটা ঠিক যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার তাঁকে অ্যাঞ্জিওগ্রাম হবে। সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে এভাবে থাকার জন্য। ওঁর (অগ্নিদেব) দ্রুত আরোগ্য কামনা করবেন সকলে।

এমনই একাধিক তারকার সময় কাটছে কঠিন ভাবে। পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বিভ্রান্তিতে তারকারা। কাল খবরে এসেছিল সুদীপ্তা চট্টোপাধ্যায়ের স্বামীর কথা। এবার খবরে এল শ্বেতা ভট্টাচার্য। তাঁর মায়ের আরোগ্য কামনা করার জন্য অনুরোধ করলেন সকলকে।

 

 

আরও পড়ুন

দল থেকে বহিষ্কার হওয়ার পর জনসমক্ষে নুপূর শর্মা, দিল্লিতে যোগ দিলেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির প্রচারে

হারিয়ে গেলেন অমর আকবর অ্যান্টনির লেখক প্রকাশ রাজ, তাঁর কলমে এক সময় উঠে এসেছে নানান বাস্তব চিত্র

Parineeti Raghav Marriage:পরিণীতির শুভপরিণয় সম্পন্ন, রাঘবের নতুন জীবন শুরু

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার