Iman Chakraborty: ৩৪-এ পা দিলেন ইমন চক্রবর্তী, জন্মদিন শুরু করলেন একেবারে অন্যভাবে

Published : Sep 13, 2023, 01:36 PM ISTUpdated : Sep 13, 2023, 01:39 PM IST

৩৪ বছরে পা দিল ইমন চক্রবর্তী। যাঁর কন্ঠে মুগ্ধ হন সকলে। ইমন চক্রবর্তীর ভক্তের সংখ্যা অজস্র। আজ সকলের পছন্দের গায়িকার জন্মদিন। এই বিশেষ দিন একেবারে অন্য রকম করে কাটালেন নায়িকা।

PREV
18

আধুনিক থেকে রবীন্দ্রসংগীত কিংবা মাটির গান- সব রকম গানে ইমনের কন্ঠে ধরা পড়ে নস্টালজিয়া। বিভিন্ন ধরনে গানে সব সময় মঞ্চ মাতিয়ে তোলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। আজ তিনি পা দিলেন ৩৪-এ।

28

প্রতি বারই পরিবার, ছাত্রছাত্রী, পরিজনের সঙ্গে দিন কাটান নায়িকা। এবারও হল না তার অন্যথা। তবে, এবার জন্মদিনের শুরু ছিল অন্যান্য বছরের থেকে আলাদা।

38

কারণ এবার সেলিব্রেশন শুরু করেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে। একেবারে অন্যভাবে শুরু হয়েছে এবারের সেলিব্রেশন।

48

সেলিব্রেশনের সেই সকল ছবি শেয়ার করে এক বিশেষ পোস্ট করেন ইমন চক্রবর্তী। পোস্ট করেন আগের দিন। ইমন চক্রবর্তীর সেই পোস্ট নজর কেড়েছে সকলের।

58

লিখেছেন, আগামীকাল আমার জন্মদিন। সেই উপলক্ষে আমার ছাত্রছাত্রীরা এবং আমার প্রোডাকশনের সকল সদস্যরা মিলে আজ আমাকে একটি সারপ্রাইজ দিল। তাদের উদ্যোগে নবনীর বৃদ্ধাশ্রমের সকল আবাসিকদের সঙ্গে আমি ও আমার সময় কাটালাম।

68

সঙ্গে আরও পোস্ট করেন। তিনি বলেন, জন্মদিনের আগের দিন এর থেকে বেশি আনন্দের এবং এর থেকে বেশি পাওয়া কিছু হতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমার সকল ছাত্রছাত্রী ও আমার টিম মেটসদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের দিনটা সফলভাবে কাটাকে পেরেছি।

78

একেবারে অন্যভাবে পালন করলেন দিনের শুরুটি। বৃদ্ধাশ্রমে পালন করলেও দিন শুরু হয়েছে সারপ্রাইজের মধ্য দিয়ে। দিনের শুরু করলেন স্বামী নীলাঞ্জন ও ছাত্রছাত্রী থেকে সকল সদস্যদের সঙ্গে।

88

প্রতিবার দিনটি একেবারে অন্যরকম ভাবে কাটান। এবারও দিন শুরু করেন অন্যভাবে। ৩৪ বছরে পা দিল ইমন চক্রবর্তী। দিন কাটাতে চলেছেন ভিন্ন ভাবে। ইমন চক্রবর্তীর দিন একেভাবে অন্য ভাবে।

click me!

Recommended Stories