বিয়ের পর এবার সপরিবারে তারাপীঠে গেলেন অভিনেত্রী মিষ্টি সিং, রেমো দাসের সঙ্গে পোস্ট করলেন ছবি

গোটা পরিবারকে সঙ্গে নিয়েই পুজো দিতে গিয়েছিলেন তারকা যুগল। হাতে পুজোর ডালি নিয়ে সকলকে পোজ দিতে দেখা যায় মন্দির চত্বরে।

Sahely Sen | Published : Sep 9, 2023 7:32 AM IST
15

‘আঁচল’ সিরিয়ালে ‘ভাদু’ থেকে শুরু করে ‘খোকাবাবু’, ‘টেক্কা রাজা বাদশা’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘আলতা ফড়িং’, সব সিরিয়ালে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি অভিনেত্রী মিষ্টি সিং-এর ১৪ বছরের প্রেমকাহিনীটিও দর্শক মহলে বহুল চর্চিত।

25

সদ্য তিনি বিয়ে করেছেন ছোটবেলার প্রেমিক রেমো দাসকে। হানিমুন পর্বও অতি আনন্দের সঙ্গে কাটিয়ে এসেছেন এই দম্পতি।

35

সম্প্রতি সপরিবারে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে দেখা গেল টেলি সিরিয়াল অভিনেত্রী মিষ্টি সিং ও তাঁর স্বামী রেমো দাসকে। 

45

গোটা পরিবারকে সঙ্গে নিয়েই পুজো দিতে গিয়েছিলেন তারকা যুগল। হাতে পুজোর ডালি নিয়ে সকলকে পোজ দিতে দেখা যায় মন্দির চত্বরে।

55

লাল-সাদার ম্যাচিং পোশাকে মিষ্টি আর রেমোকে দেখে চিনতে পেরেছিলেন মন্দির চত্বরের দর্শনার্থীরা। সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন অভিনেত্রী। 

আরও পড়ুন- 
ধাপে ধাপে বদলাবে পড়াশোনার পদ্ধতি, পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে নতুন শিক্ষানীতি
G20 Summit: 'ইন্ডিয়া' নয়, 'ভারত'! জি ২০ শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর টেবিলে লেখা দেশের নতুন নাম

নমাজ পড়ার জন্য ঢুকছিলেন মসজিদে, সেখানেই গুলি করা হল লস্কর-ই-তইবা জঙ্গি রিয়াজ আহমেদকে

Share this Photo Gallery
click me!

Latest Videos