‘...নিজের বেডরুমের দরজার ফুটোটা দেখা উচিত’, কাঞ্চনকে বাঁচাতে পাল্টা জবাব দিলেন শ্রীময়ী

বরের হয়ে উত্তর দিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় করলেন একটি বিশেষ পোস্ট।

 

বরকে বাঁচাতে ঢাল হলেন শ্রীময়ী। সকাল থেকে খবরে কাঞ্চন মল্লিক। তিনি সকাল সকাল একটি বিতর্কিত মন্তব্য করেছেন। বলেছেন, যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা কি বেতন কিংবা পুজো বোনাস নেবে না? এই মন্তব্য করার পর বহু তারকা তাঁকে কটাক্ষ করেছে। এবার বরের হয়ে উত্তর দিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় করলেন একটি বিশেষ পোস্ট।

লিখলেন, আমি কখনই কারও ব্যক্তিগত স্তরে গিয়ে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আজ বাধ্য হয়ে লিখলাম… আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত, কিছু মানুষের কাজই ছিল বা আছে সমাজমাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে। তারা সমাজমাধ্যমে টাইপ করতে বলে আছে, সুযোগ পেলেই লেখা শুরু, কারোর বেডরুম নিয়ে কথা বলাল আগে নিজের বেডরুমের দরজার ফুটোটা দেখা উচিত। একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়, আমি তাদের উদ্দেশ্যে বলব যে, সে তো তাও সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে, আর কিছু মানুষ রয়েছে যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, দামী দামী গিফট নেওয়া, ঘুরতে যাওয়া, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন শুধু বিয়েটা না করে অবৈধ প্রেমগুলো চালিয়ে গিয়েছে। সেই সময় তো এত সমাজমাধ্যম ছিল না এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভালো করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য they should feel very lucky.. আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক, তারপর অন্যের মেরুদন্ড দেখবে।

Latest Videos

 

Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র