SSC দুর্নীতি! 'কুড়ুল-গাছ দুটোই সমর্পণ করেছি' সরকারি বিজ্ঞাপনের ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীলেখা?

সংক্ষিপ্ত

SSC দুর্নীতি! 'কুড়ুল-গাছ দুটোই সমর্পণ করেছি' সরকারি বিজ্ঞাপনের ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীলেখা?

SSC কাণ্ড নিয়ে তুলকালাম চলছে রাজ্য জুড়ে। চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালের প্যানিল বাতিল হয়েছে, কান্নায় ভেঙে পড়েছেন সদ্য চাকরিহারা হাজার হাজার শিক্ষক-শিক্ষিকারা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র।

একটি প্রথম সারির সংবাদপত্রের প্রথম পাতার বিজ্ঞাপনের ছবি এদিন শেয়ার করেছেন শ্রীলেখা। যেখানে লেখা রয়েছে। "স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা।"

Latest Videos

এই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, "আর কিছুই বলার নেই। কুড়ুল আর গাছ দুটোই আমরা সমর্পণ করেছি, আমাদের কাটবে না তা হয় নাকি? এই তো এগিয়ে বাংলা। দয়া করে হাসবেন না এটা দেখে।"

এরপরেই শ্রীলেখার পোস্টে কমেন্ট করেন একের পর এক নেটিজেন। এক ব্যক্তি লিখেছেন, "বিপ্লব ছাড়া বিকল্প নেই।"

আরেক নেটিজেন লেখেন, "পশ্চিমবঙ্গের শ্মশানে আর কিছু যদি হওয়ার থাকে, তা আনতে পারত যারা, তাদের মানুষ সেই কবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তো মানুষের সব রেডিমেড টাকা আর অনুদান তহবিল সংগ্রহ করেই বেঁচে থাকা, অন্তত এই পশ্চিমবঙ্গ রাজ্যে।"

বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। হাইকোর্টের রায়কেই হাল রেখেছে সুপ্রিম কোর্ট। কেন যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করতে পারল না এসএসি তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অনেকেই।

প্যানেল বাতিল হওয়ার পরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, "

“যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন। সকলে মিলে একটা সভা করতে চান। আমি যদি সেখানে থাকি, মুখ্যসচিব, আইনজীবীরাও থাকবেন। আমি তাঁদের কথায় সাড়া দিয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব। শুনতে কোনও আপত্তি নেই।”

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'দু'দিন সময় দিলাম SSC-কে...' যোগ্যদের বাঁচাতে বিরাট পদক্ষেপ অভিজিৎ গাঙ্গুলীর | Abhijit Ganguly
SSC Scam: ‘শিক্ষকদের উপর প্রত্যেকটা লাঠি-লাথির হিসেব বিজেপি নেবে!’ মমতাকে সরাসরি চ্যালেঞ্জ সুকান্তর