SSC প্যানেল বাতিল! "এরা সমাজের জন্যে খুবই ক্ষতিকর একদল ক্রিমিনাল" ফেসবুকে ক্ষোভে ফেটে পড়লেন অরিত্র, কিরণ

Published : Apr 04, 2025, 10:14 AM IST
Aritra banik

সংক্ষিপ্ত

SSC প্যানেল বাতিল! "এরা সমাজের জন্যে খুবই ক্ষতিকর একদল ক্রিমিনাল" ফেসবুকে ক্ষোভে ফেটে পড়লেন অরিত্র, কিরণ

SSC-র প্যানেল এর চূড়ান্ত রায়ের ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয়, এই প্রসঙ্গে মুখ খুলেছেন সেলিব্রিটিরাও।

এবার SSC প্যানেল বাতিল হওয়ার পরে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উজার করে দিয়েছেন অরিত্র দত্ত বণিক। তিনি লিখেছেন, "যে কোনও সভ্য সমাজের মূল ভিত্তি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। আর আমাদের রাজ্যের রাজনৈতিক নেতারা দায়িত্ব নিয়ে সেই শিক্ষা ব্যবস্থাটাকেই চিতায় তুলে দিল। এইসব নেতা-নেত্রীদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিৎ। এরা সমাজের জন্যে খুবই ক্ষতিকর একদল ক্রিমিনাল।"

এরপরেই অরিত্রর পোস্টে কমেন্টে ভরিয়ে জদেন নেটিজেনরা। এক নেট পাড়ার বাসিন্দা লেখেন, " এইসব নেতা-নেত্রীদের আজকে যেসব যোগ্য প্রার্থীরা চাকরি হারালেন তাঁদের হাতে তুলে দেওয়া উচিত। বাকিটা তাঁরাই বুঝে নেবেন।" অন্য আরেক নেটিজেন লেখেন, "সভ্য সমাজের ভিত্তির কথা মূর্খ, অশিক্ষিতরা বুঝবে এই আশা করাই তো অন্যায়!"

SSC দুর্নীতি প্রসঙ্গে কোর্টের রায় নিয়ে নিজের মতামত জানান কিরণ দত্তও। তিনি ফেসবুকে লিখেছেন, "আগে খারাপ লাগতো বোকার মতো গলা ফাটাতাম, এখন মনে হয় যা হচ্ছে আর হবে সবই আমরা ডিসার্ভ করি!"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?