শুভশ্রীর হট লুকে বোল্ডনেসে পাগল হয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। ছবি দেখে হাল খারাপ হয়েছে ভক্তদের। কমেন্টে একজন লিখেছেন, সেনসুয়াস,সিডাকটিভ, অ্যাপিলিং-এর মতো কথাগুলো ছোট হয়ে যায় এই ছবির কাছে। আমি ভাষা হারিয়ে ফেলেছি। কেউ বলেছেন খুব গরম লাগছে।