‘শুভ’-জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা মিমির! ২ দিন ধরে শুভশ্রী ‘সাদা সাদা কালা কালা’!

মিমি চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর সম্পর্কের শীতলতা অতীত। সেই ছবি দিয়ে এক কালের প্রিয় বান্ধবীকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন তিনি।

সাধারণে ভাবে, তারকারা কী সুখী! যশ-জৌলুসে ঝলমলে তাঁদের জীবন। অভিনেতাদের জীবন যে ‘সাদা সাদা কালা কালা’— কথাটা কেবল রুপোলি পর্দার নায়ক-নায়িকারাই জানেন। সেই ভাবনাই কি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ছাপ ফেলল? নায়িকার কত বয়স হল? প্রশ্ন করতে নেই। তবে উইকিপিডিয়া বলছে, ৩২-এ পা দিলেন টলিউডের ‘শুভ’। গত দু’বছর করোনা-কারণে একটু ধীরে চলো নীতি নিয়েছিলেন। ২০২২ শুধুই শুভশ্রীর। রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’, ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’, সব ছবি-তেই নায়িকা প্রশংসিত। এ বছরের জন্মদিনেও যেন তারই উল্লাস। ২ অক্টোবর রাত থেকেই বাড়িতে আগাম জন্মদিনের উদযাপন। চকোলেট কেক শুভর ভীষণ প্রিয়। সেই মতো রাজ হৃদয়ের আকারের টুকটুকে লাল রেড ভেলভেট কেক নিয়ে এসেছিলেন। ২টো মোমবাতি এক ফুঁয়ে নিভিয়েই কেকের বুকে ছুরির কোপ! সঙ্গী ঘনিষ্ঠ কয়েক জন। শুভশ্রী এ দিন কুচকুচে কালো পোশাকে। কেকে-আদরে মাখামাখি হয়ে মাঝরাতের উল্লাসে ইতি।

 

Latest Videos

 

 

জন্মদিনের সকাল থেকে সাজো সাজো রব। চক্রবর্তী বাড়ির খানাপিনার সুনাম রয়েছে। এ দিন মা-শাশুড়ি মা দুই জনেই জোট বেঁধে মেয়ের রান্নাঘরে। শুভ যা যা খেতে ভালবাসে সব হাজির দুপুরের খাওয়ার পাতে। ছেলে অনীশকে নিয়ে এসেছিলেন দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও। ছিলেন ভাগ্নী সৃষ্টি পাণ্ডে। বিকেলে ছিল জমজমাট ঘরোয়া অনুষ্ঠান। সেখানে নায়িকাকে ঘিরে চার রকমের কেক। একটি অবশ্যই চকোলেট! শুভশ্রী জন্মদিনের সন্ধেয় সাদা সিক্যুইন শাড়িতে ঝলমলে! হাতাকাটা ব্যাকলেস চোলির ফাঁক দিয়ে উঁকি দিয়েছে যৌবন। যেন সদম্ভ ঘোষণা, এক সন্তানের মায়ের শরীরজুড়ে এখনও তারই দাপট! শুভ-র সঙ্গে এ দিন পোশাকে রংমিলন্তি রাজ চক্রবর্তী। সাদা শার্ট আর কালো ট্রাউজারে বিধায়ক-পরিচালক আকর্ষণীয়। তালিকায় ছিল হোটাইট ফরেস্ট, বাটার স্কচ আর চকোলেট কেক।

 

 

শুভ-র শুভ জন্মদিনের শুভেচ্ছা গান থামতেই, নায়িকা ‘স্মার্ট লেডি’! ইয়া বড় ছুরি ঝপাঝপ চালিয়েছেন কেকের নরম বুকে! ছোট ছোট টুকরো তুলে দিয়েছেন প্রিয়জনদের। সোশ্যাল মিডিয়াতেও এ দিন শুভেচ্ছার বানভাসি। পরিচালক পরমব্রতর ছবি পুজোয় মুক্তি পেয়েছে। তাঁর কথায়, ‘যতটা ভাল মানুষ ততটাই ভাল অভিনেত্রী শুভশ্রী।’ মিমি চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর সম্পর্কের শীতলতা অতীত। দশমীর দিন দুর্গা পুজোয় ছেলে ইউভানকে কোলে নিয়ে দেবীর আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন নায়িকা। সেই ছবি দিয়ে এক কালের প্রিয় বান্ধবীকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন মিমি। তালিকায় নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীও রয়েছেন।

 

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন