লাল ব্রালেটে স্পষ্ট বিভাজিকা, যৌবনাসিক্ত শ্রাবন্তীর হটনেসে পুড়ে ছাই ভক্তরা

লাল ব্রালেটে স্পষ্ট বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। ব্রালেটের উপর নেটের ওড়না , হাতে চুড়ি, জরির কাজ করা লেহেঙ্গা পরে ছবিতে পোজ দিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে সেক্সি ফিগারে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের।

নেটদুনিয়ার হট সেনসেশন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করে দিচ্ছেন বাঙালি কন্যা। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে হট অবতারে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যা দেখে পাগল হয়েছেন ভক্তরা।

শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল ব্রালেট পরে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। লাল ব্রালেটে স্পষ্ট বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। ব্রালেটের উপর নেটের ওড়না , হাতে চুড়ি, জরির কাজ করা লেহেঙ্গা পরে ছবিতে পোজ দিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে সেক্সি ফিগারে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের।

Latest Videos

 

 

 

ইনস্টাগ্রামে লেহেঙ্গা পরে ছবি শেয়ার করতেই হট অবতারে শ্রাবন্তীকে দেখে পাগল হয়েছেন ভক্তরা। শ্রাবন্তীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। লাল রঙের ফিনফিনে সরু ফিতের ব্রালেট পরে এখনও পার্টি মুডে রয়েছেন নায়িকা শ্রাবন্তী। শরীরের একাংশ উন্মুক্ত করে বোল্ড লুকে ঘাম ছুটিয়েছেন নায়িকা শ্রাবন্তী। অভিনেত্রীর হট ক্লিভেজে চোখ আটকে রয়েছে ভক্তদের। ভিডিও দেখেই পাগল হয়েছেন ভক্তরা। অভিনেত্রীর কিলার লুকে কালঘাম ছুটেছে ভক্তদের। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, সব জায়গাতেই শ্রাবন্তীর সঙ্গী অভিরূপ নাগ চৌধুরী। এবং ঘনিষ্ঠমহলের কাছেও শ্রাবন্তী ও অভিরূপের সমীকরণ অজানা নয়। অভিরূপও নিজেকে শ্রাবন্তীর বিগ ফ্যান বলে দাবি করেছেন। বর্তমানে তারা আবার পেশাদার সম্পর্কেও জড়িত। অভিরূপের কনফেকশনারি কোম্পানির প্রচারের মুখ শ্রাবন্তী। রাখঢাক, লুকোছাপা আর নয়, একটু একটু করে সোশ্যাল মিডিয়াতেও তার প্রেমালাপ নজরে পড়ছে শ্রাবন্তী ও অভিরূপের। বর্তমানে সব জায়গাতেই শ্রাবন্তীর পাশে দেখা যাচ্ছে অভিরূপকে। পুজোর আনন্দ একসঙ্গেই উপভোগ করেছেন এই চর্চিত জুটি। অষ্টমী হোক বা নবমী, প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটিয়েছেন শ্রাবন্তী ও অভিরূপ।

আরও পড়ুন-

সঙ্গমের সময় এটা মাস্ট, চরম রোম্যান্টিক মালাইকার সেক্স লাইফের এই সিক্রেটটা জানেন?

রক্তচাপ কমতেই চিন্তা বাড়ছে চিকিৎসকদের, ৭২ ঘন্টা পর কী অবস্থা ঐন্দ্রিলার

'ঐন্দ্রিলা, পাশে আছি, এবারেও জিতে ফিরে আয়!' সুদীপ্তা, রাহুল, দেবলীনা, অনীক দত্তের আর্তি

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari