মেয়েদের শরীর নিয়ে কথা বলা বন্ধ হোক, অরিন্দমের ঘটনার পর মুখ খুললেন সুদীপ্তা

বলেন, ব্যাপারটা শুধুমাত্র একজন মেয়েকে অশালীন ভাবে ছোঁয়ার বিষয় না। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নোংরা গালাগালি করা হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালাগালি করাটাই প্রথা।

যৌন হেনস্থা করার অভিযোগে অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টল গিল্ড। এই ঘটনার পর যৌন হেনস্তা নিয়ে মন্তব্য করলেন সুদীপ্তা চক্রবর্তী।

অভিনেত্রীর কথায়, অরিমন্দমদার সঙ্গে প্রচুর কাজ করেছি। আমার সরাসরি তেমন কোনও অভিজ্ঞতা নেই। কিন্তু প্রচুর মেয়ের সঙ্গে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি। এটা আমার ভুল যে,এর বিরুদ্ধে সরব হইনি। তবে, ওই মেয়েটিকে কুর্নিশ, যিনি মহিলা কমিশনে অভিযোগ দাখিল করেছেন। এবং এটা জেনে ভালো লেগেছে, যে অরিন্দমদা নিজের ভুল স্বীকার করেছেন। ডিরেক্টর্স গিল্ড যে পদক্ষেপ করেছে, সেটাও সাধুবাদ জানানোর মতো। অভিনন্দন জানাব ওই মেয়েটিকে। অন্য মেয়েদের বলব কাজ হারানো, টাকা না পাওয়ার ভয় কাটিয়ে প্রকাশ্যে আসতে। এবং তাঁরা সেটা করছেন। এগুলো নিয়ে যে কথা হচ্ছে, সেটা খুব ভালো বিষয়।

Latest Videos

তিনি আরও বলেন, ব্যাপারটা শুধুমাত্র একজন মেয়েকে অশালীন ভাবে ছোঁয়ার বিষয় না। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নোংরা গালাগালি করা হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালাগালি করাটাই প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবতরা এ সব দেখে ভয় পেয়ে যান। এই কালচার বন্ধ হোক।

সেই সঙ্গে সুদীপ্তা বলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা। তিনি বলেন, একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন। এদিকে শরীরের ওপর চাপ দিে চোখ আঁকছেন। সাউন্ড রেকর্ডিস্ট ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন। কিন্তু এত ছোট ছিলাম, ভয়ে বলতে পারিনি। যদি বকে দেয়।

 

 

Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today