'মাকে হারালাম, সম্পর্ক চুকে গেল', সোশ্যাল মিডিয়ায় পরিবারের এক সদস্যকে হারানোর দুঃখ প্রকাশ স্বস্তিকার

স্বস্তিকা মুখোপাধ্যায়ের মনের মধ্যে মন খারাপ, তাঁর দীর্ঘদিনের মাইক্রোওভেনটি নষ্ট হয়ে গেছে। এই মাইক্রোওভেনটি তাঁর মেয়ের থেকেও বেশি বয়সী এবং তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল।

সদ্য নিজের মাইক্রোওয়েভ নিয়ে মন খারাপ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। নিশ্চয়ই ভাবছেন একটি গ্যাজেট নিয়ে কেন এত মন খারাপ? আসলে এটি তাঁর মা যত্ন করে নিয়ে এনেছিলেন। তাঁর মেয়ের থেকেও বেশি বয়স এই মাইক্রোওভেনের। দীর্ঘদিন তাঁদের কাজে লেগেছে এই যন্ত্রটি। তাই তো শেষ কিছু মাস যখন এটি খারাপ হয়ে গিয়েছে এটিকে সামলে রেখেছেন নায়িকা। সদ্য এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

লেখেন, একটা ইলেকট্রিক যন্ত্রের প্রতি যে এতটা ভালোবাসা লেগে আছে, একটা যন্ত্র খারাপ হয়ে যাওয়ার সঙ্গে যে মন খারাপের এমন একটা সংযোগ আছে, তাতে যে গলা বন্ধ হয়ে কান্না উঠে আসতে পারে তা আগে জানা ছিল না। সিনেমায় বোধগম্য না হলেও নিজের সঙ্গে ঘটল বলে হয়তো বিশ্বাস হচ্ছে যে এমনটাও ঘটে। আমার বাড়ির মাইক্রোভেনটার আয়ু শেষ হল। ওর বয়স আমার মেয়ের চেয়েও বেশি। বাড়িতে বিয়ের ম্যারাপ বাঁধা হলে যেমন অনেক নতুন জিনিস কেনা হয়, ১৯৯৮ সালে নতুন হয়ে আমাদের কাছে এলো। তারপর জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কোম্পানি উঠে গেলো, সম্পর্ক চুকে গেল, আমি মা হলাম, মা কে হারালাম, বাড়িতে সাদা কাপড় জড়ানো শ্রাদ্ধের ম্যারাপ বাঁধা হল, জীবনের কত শত ঝড় ঝাপটা পেরোলাম, নাম হলো, কত কেউ, কত কিছু এলো গেল, মাইক্রোভেনটা রয়ে গেল।

Latest Videos

এই পোস্ট মুহূর্তে হল ভাইরাল। যা নজর কাড়ল সকলের। মাইক্রোওভেনের ছবি পোস্ট করে এই বিশেষ বার্তা দিলেন নায়িকা। 

 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু