শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ ও দর্শনা বনিক। এমনই খবর সর্বত্র।
পরের পর বিয়ের খবর টলিউডে। গতকালই সাত পাকে বাঁধা পড়লেন পরমব্রত ও পিয়া। পরিণতি পেল তাদের দীর্ঘদিনের সম্পর্ক। যদিও অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। অনুপমের সঙ্গে বিচ্ছেদের ২ বছর পর তিনি পরমব্রতর সঙ্গে ঘর বাঁধলেন। আর এবার ফের শোনা গেল আরও এক তারকার বিয়ের খবর। একাধিক মহিলার সঙ্গে নাম জড়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। শেষ ইকা নামে এক বিদেশিনী প্রেমিকা ছিল তাঁর। তাঁর সঙ্গে বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু, সে সম্পর্ক ভেঙে যায়। তারপর পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। গতকালই হল ছিল তাঁদের বিয়ে।
আর এবার শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ ও দর্শনা বনিক। ওটিটি থেকে ছোট পর্দা কিংবা বড় পর্দায় জমিয়ে অভিনয় করেছেন সৌরভ। সকলের কাছে বেশ পরিচিত মুখ সে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত অন্তরমহল। সেখানেও একেবার্ অন্যরকম চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে খবরে আসেন সৌরভ। এবার হঠাৎ করে তাঁর বিয়ের খবর পেয়ে অবাক হলেন সকলে। সৌরভের বিয়ের আমন্ত্রণপত্র রীতিমতো চমক পেলেন সকলে। জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক।
এদিকে চলতি মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী শ্রীপর্ণ রায় ও শুভ। একেবারে ভিন্ন পেশার মানুষের সঙ্গে সংসার বাঁধেন শ্রীপর্ণা রায়। পেশায় মেডিক্যাল লাইনে আছে শ্রীপর্ণার বর। এরপর বিয়ের পালা সন্দীপ্তা। তিনি ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়বেন সৌম্যর সঙ্গে। আর এবার প্রকাশ্যে এল সৌরভের বিয়ের খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
'তাহলে চলো...', পিয়ার সঙ্গে নিজের বিয়ের ছবি দিয়ে আবেগঘন পোস্ট পরমব্রতর
রহস্য-ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে ‘কান্তারা ১’, প্রকাশ্যে প্রিক্যুয়েল ছবির ঝলক