- Home
- Astrology
- Horoscope
- প্রত্যেকদিন স্নান করার পরে অবশ্যই পালন করুন বিশেষ ৩টি নিয়ম, অল্প দিনেই ঘটবে সৌভাগ্যের আগমন
প্রত্যেকদিন স্নান করার পরে অবশ্যই পালন করুন বিশেষ ৩টি নিয়ম, অল্প দিনেই ঘটবে সৌভাগ্যের আগমন
- FB
- TW
- Linkdin
জ্যোতিষ শাস্ত্রমতে, প্রত্যেকদিন স্নান করার পরে যদি আপনি বিশেষ ৩টি নিয়ম অবশ্যই পালন করতে থাকেন, তাহলে অল্প দিনের মধ্যেই আপনার ভাগ্যে ফিরবে সুসময়। সমস্ত অসফলতা দূর হবে অতি শীঘ্রই।
প্রতিদিন, সকাল ৯টা থেকে বেলা বারোটা পর্যন্ত সূর্য আকাশের দক্ষিণ-পূর্ব দিকে থাকে, এই সময়টি স্নান করার জন্য উপযুক্ত সময়।
সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সূর্য পূর্ব দিকে থাকে, যদি আপনি ওই সময়ের মধ্যে স্নান করেন, তাহলে অবশ্যই সূর্যদেবতাকে স্মরণ করে পূর্ব দিকে মুখ করে জল দান করুন।
সকালে স্নান করার পর ঘরের চারিদিকে গঙ্গাজলের ছিটে দিন। এর দ্বারা ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে।
স্নান করার পর আঙুলে এক চিমটে গুঁড়ো হলুদ নিয়ে ঘরের আনাচাকানাচে ছিটিয়ে দিন। এই নিয়মের দ্বারা আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি ও কুপ্রভাব দূর হয়ে যাবে।
অল্প একটু নুন দু-তিন চামচ জলে গুলে নিন। সেই জল আঙুলে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন। স্নানের পর এই নিয়ম পালন করলে আপনার দুর্ভাগ্য ধীরে ধীরে কেটে যাবে। দীর্ঘ দিনের অভাব বা অসফলতা কেটে যাবে খুব শীঘ্রই।
আরও পড়ুন-
স্বপ্নে গোপাল ঠাকুরের দর্শন পেলে কী হয়? জন্মাষ্টমীর আগে জেনে নিন গূঢ় রহস্য
পুজো করার সময় চোখ থেকে জল পড়া বা হাত পুড়ে যাওয়া কি অশুভ লক্ষণ? জেনে নিন এখনই
৩০ বছর পর জন্মাষ্টমী তিথিতে অতি শুভ জয়ন্তী যোগ! সময়সূচি মেনে পুজো করলে শ্রী কৃষ্ণের কৃপালাভ করবেন ভক্তরা