ক্যামেরার সামনে থেকে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন পার্নো মিত্র? আত্মপ্রকাশ নিয়ে জল্পনা ওড়ালেন অভিনেত্রী নিজেই

সম্প্রতি নিজের জীবনের এক অচেনা টানাপড়েনের কথা প্রকাশ্যে এনেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

 

Web Desk - ANB | Published : Feb 25, 2023 6:11 PM
112

‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা’, জীবনানন্দ দাশের  পংক্তির মতোই কি আদতে গড়ে ওঠে তারকা জগতের আলোকিত জীবন?

212

ফড়িং দোয়েলের জীবন পেরিয়েও একটা খুব সাধারণ যাপন থাকে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের।

312

সেই যাপনের সঙ্গে জুড়ে থাকে চূড়ান্ত লড়াই।

412

যে লড়াই ক্রমাগত লড়ে চলেছেন অভিনেত্রী পার্নো মিত্র।

512

এক সময় যিনি টলিউডের পর্দা ছেড়ে বিরাজ করতে শুরু করেছিলেন মানুষের মনের অন্দরেও,

612

তাঁকে আজ খুব বেশি চোখের নাগালে পাওয়া যায় না কেন?

712

অভিনেত্রী নিজেই জানালেন, বাবাকে হারিয়েছেন অনেকদিন আগেই।

812

এর মাস দুয়েক পরেই পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে আর উঠে দাঁড়াতেই পারেন না পার্নোর মা।

912

কিন্তু, তারপরেও যখন সংসারের হাল ধরে কিনে ফেলেছেন নতুন বাড়ি, তখন স্নায়ুর দুর্বলতার জন্য দৃষ্টিশক্তি পুরোপুরি চলে গেল তাঁর মায়ের।

1012

এরপরেও লড়াই জারি আছে। মুক্তি পেতে চলেছে পার্নো-অভিনীত ‘বনবিবি’।

1112

‘সুনেত্রা সুন্দরম’ নামের আরও একটি ছবির কাজও প্রায় শেষ করেই এনেছেন পার্নো মিত্র।

1212

তাই, শোকের বোঝা কাঁধে নিয়েও কাজ করে যাওয়ার যে নজির, তারই ভিত মজবুত করলেন টলিউডের ‘ফিনিক্স’।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos