Priyanka Sarkar : নিজেরও ভুল ছিল অনেক, সে কারণেই রাহুলকে সুযোগ দিতে চান প্রিয়াঙ্কা

Published : Nov 08, 2023, 10:55 AM ISTUpdated : Nov 08, 2023, 10:58 AM IST
Priyanka Sarkar

সংক্ষিপ্ত

বলেন, যখন ছোট ছিলেন তখন রাহুলকে ভালো লাগত বলে জানান। সম্পর্ক নিয়ে আলোচনা করত তারা। তারপর ধীরে ধীরে প্রেম হল। দাম্পত্য জীবন ঠিক ভাবে এগিয়ে যায়নি বলে জানান প্রিয়াঙ্কা।

ফের খবরে প্রিয়াঙ্কা সরকার। একদিকে হাতে রয়েছে একাধিক কাজ, তার মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এলেন প্রিয়াঙ্কা। সদ্য ৬ বছর পর আবার স্বামী রাহুলের সঙ্গে আবার এক ছাদের তলায় থাকছেন। ফের পুরনো সম্পর্কে ফেরত এলেন রাহুল প্রিয়াঙ্কা। এবার সেই সম্পর্ক নিয়ে ফের খবরে প্রিয়াঙ্কা।

সদ্য নিজের পুরনো সম্পর্ক নিয়ে খবরে এলেন প্রিয়াঙ্কা। এক সংবাদামধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনের কথা জানান নায়িকা। তিনি জানান, ১৩ বছর বয়স থেকে রাহুলকে চেনেন প্রিয়াঙ্কা। তখন রাহুর ওর কাছে অরুণোদয়দা ছিল। তাঁরা নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, যখন ছোট ছিলেন তখন রাহুলকে ভালো লাগত বলে জানান। সম্পর্ক নিয়ে আলোচনা করত তারা। তারপর ধীরে ধীরে প্রেম হল। দাম্পত্য জীবন ঠিক ভাবে এগিয়ে যায়নি বলে জানান প্রিয়াঙ্কা। কিন্তু, পরস্পরের প্রতি সম্মান ছিল। অনেকেই প্রশ্ন করেছেন, ৬ বছর পর আবার একসঙ্গে পুজ কাটাচ্ছেন, কিন্তু এটা ঠিক নয়। কারণ এই কয়েক বছরেও আমরা পুজো কাটিয়েছি। এখানেই সহজের প্রসঙ্গ চলে আসে। একটা সময় একে অপরকে দোষারোপ করত তাঁরা। এখন তিনি বুঝতে পারেন তাঁরও দোষ ছিল। সেই ভুলগুলো আর না করার চেষ্টা করবেন। রাহুলও অনেক পরিণত হয়েছে। তাই ওকে আর একটা সুযোগ দিতে রাজি।

এভাবে নিজের সম্পর্কের কথা জানান। আবার রাহুলের সঙ্গে সংসারপাততে চলেছে। বর্তমানে এক সঙ্গে থাকছেন রাহুল, প্রিয়াঙ্কা ও তাদের ছেলে সহজ। চিরদিনই তুমি যে আমার ছবির পর বিয়ে করেন তাঁরা। দীর্ঘদিনের দাম্পত্যের ইতি হয় মাঝে। বর্তমানে আবার একসঙ্গে আছেন তাঁরা। বর্তমানে পুরনো সব ভুলে নতুন করে শুরু করেছেন সম্পর্ক। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


আরও পড়ুন

Varun Dhawan: সাদা শার্ট আর নীল ট্র্যাক প্যান্ট ও চৌকো রোদচশমায় ফটোশুট বরুণের, দেখুন ভিডিও

এক রাত থাকার খরচে একটি আস্ত বাড়ি তৈরি করতে পারবেন, অনন্যার বোনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে