Subhashree Ganguly: মেয়ের জন্মের মাত্র ৩ মাসের মধ্যেই আবার মা হতে চলেছেন শুভশ্রী?

Published : Mar 09, 2024, 05:37 PM IST
Subhashree Ganguly pregnant

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠল – আবার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নিয়েছে দ্বিতীয় সন্তান ইলিয়ানা। তার আগে প্রথম সন্তান ইউভানের বয়স এখন প্রায় চার। দুই ছেলে মেয়ে নিয়ে টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসার এখন আনন্দে ভরপুর। সেই আনন্দের মধ্যেই তৈরি হল আর এক রটনা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠল – আবার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

-

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি, মাঝেমাঝেই তাঁর নতুন  নতুন পোস্ট দেখার জন্য অপেক্ষা করে থাকেন উৎসাহী ভক্তরা। কিন্তু, সম্প্রতি তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে তাঁর স্পষ্ট বেবি বাম্প দেখা যাচ্ছে, এবং তা প্রকাশ্যে দেখাতেও দেখা গিয়েছে শুভশ্রীকে। বেবি বাম্পে হাত রেখে তাঁকে বলতে শোনা গেছে, ‘খুব শীঘ্রই আমার সন্তানকে হাতে পাব। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের।’

-

এই ভিডিও দেখামাত্রই নেটিজেনদের মধ্যে প্রশ্ন জেগেছে, তাহলে কি এবার তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিচ্ছেন রাজ এবং শুভশ্রী? 

-

আসল ঘটনাটা হল যে, এটি একটি সচেতনতামূলক ভিডিয়ো। এটির মাধ্যমে নিজের সন্তানের স্টেম সেল সংরক্ষণের বার্তা দিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল তিনি দ্বিতীয়বারের বার অন্তঃসত্ত্বা থাকাকালীন। ভিডিওটি মূলত বিজ্ঞাপনী প্রচার, যেটির শেষে সংস্থার নাম দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। 

 

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?