
শহর জুড়ে উৎসবের মেজাজ। দুর্গোৎসব, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো শেষে এবার চলছে চলচ্চিত্র উৎসব। আজ উদ্বোধন হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে বিকেল ৪ টের সময় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বের উদ্বোধন হল চলচ্চিত্র উৎসব। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় বলিতারকা শত্রঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, তিলোত্তমা সোম, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, পাওলি দাম-সহ আরও অনেক তারকাকে। তবে দেখা গেল না শাহরুখ খান বা সলমন খানকে। উপস্থিতি নেই অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনেরও।
চলচ্চিত্র উৎসব শুরু হল ডোনা গাঙ্গুলির গ্রুপের নাচ দিয়ে। গানের কম্পোজিশন মাননীয়া মুখ্যমন্ত্রীর। আজ মঞ্চে বঙ্গবিভূষণে সম্মানিত করা হয় আরতী মুখোপাধ্যায়কে।
প্রতিবারের মতো এবারও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের ছবি। এবছর চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। ৩০টি স্বপ্ল দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে।
প্রতিযোগিতামূলক বিভাগ থাকছে ছটি। ১৪টি ছবি নিয়ে আন্তর্জাতিক বিভাগ, ১৪টি ছবি নিয়ে ভারতীয় বিভাগ, ৯টি ছবি নিয়ে এশিয়ান সিলেট নেটপ্যাক বিভাগ, ৭টি ছবি থাকবে বাংলা প্যানোরমা বিভাগে। এবার ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উৎসবে দেখানো হবে সে দেশের প্রায় ১৯টি ছবি। উপস্থিত থাকবেন সেদেশের চলচ্চিত্র পরিচালকেরা।