'আমি তোমার ছেলে হিসেবে অনেক গর্বিত', মায়ের জন্মদিনে আদুরে ছবি পোস্ট দেবের

অভিনেতা দেবের মায়ের জন্মদিন। জন্মদিনে মাকে আদুরে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘আমি জানি না তুমি আমাকে নিয়ে কতটা গর্বিত, কিন্তু আমি তোমার ছেলে হিসেবে অনেক অনেক গর্বিত। শুভ জন্মদিন মা’।

টলি অভিনেতা তথা সাংসদ দেব সর্বদাই রয়েছেন খবরের শিরোনামে। ঘাটালের সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। স্টারডমের শিখরে থেকেও কীভাবে সকলের সঙ্গে জুড়ে থাকতে হয় তা সুপারস্টার দেবের থেকে ভাল কেউ জানেন না। হাজারো ব্যস্ততার মধ্যে পরিবারের সঙ্গে সময় দেওয়া সবটাই ব্যালেন্স করে চলেছেন অভিনেতা দেব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ফের নজির গড়লেন টলিপাড়ার সাংসদ-তারকা দেব।

অভিনেতা দেবের মায়ের জন্মদিন। প্রত্য়েকের কাছেই আজকের দিনটা খুবই স্পেশ্যাল। তেমনই মায়ের স্পেশ্যাল দিনটিকে আরও একটু স্পেশ্যাল করে তুলতেই এতকিছু। মাকে জড়িয়ে ধরে সোফায় বসে রয়েছেন অভিনেতা । সাদা ও গোল্ডেন রঙের সুসজ্জিত সোফায় শাড়ি পরে বসেছেন মা মৌসুমী অধিকারী। জন্মদিনে মাকে আদুরে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘আমি জানি না তুমি আমাকে নিয়ে কতটা গর্বিত, কিন্তু আমি তোমার ছেলে হিসেবে অনেক অনেক গর্বিত। শুভ জন্মদিন মা’। মা ও ছেলের এই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া পোস্টে দেবের মা-কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা।

Latest Videos

 

 

 

 

অভিনেতা দেবের বড় হয়ে ওঠা বাণিজ্যনগরী মুম্বাইয়ে। বাণিজ্যনগরীর যে পরিবেশে, যাদের মধ্যে তিনি বড় হয়েছেন অর্থাৎ  ছোটবেলাটা যাদের সঙ্গে করে নিয়ে কেটেছে তাদেরকে সঙ্গে নিয়েই এর আগে মায়ের জন্মদিন সেলিব্রেট করেছিলেন দেব। মায়ের জন্মদিনটা আরও একটু স্পেশ্যাল করে তুলতে প্রতিবারই সকলকে নিয়ে জন্মদিনের সেলিব্রেশনের আয়োজন করেন দেব । তবে এবার কী প্ল্যান রয়েছে অভিনেতার তা এখনও জানা যায়নি। মায়ের জন্মদিনে আদুরে পোস্টে শেয়ার করতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক। আপতত প্রজাপতি ছবি নিয়ে প্রতিনিয়ত চর্চায় উঠে আসছেন দেব। তবে সিনেমাই শুধু নয় ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন অভিনেতা। টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে দেব-রুক্মিণী রয়েছেন সকলের শীর্ষে।  সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল। সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন। তবে শুধু সম্পর্ক বা অভিনয়ের জন্যই নয় সাংসদের দায়িত্বটাও খুব সুন্দর করেই পালন করে চলেছেন টলিউডের  সুপারস্টার দেব। 

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?