গাল ভর্তি দাড়ি ধুলোবালি মাখা সারা মুখ, বাঘাযতীন হয়ে ধরা দিলেন দেব, ছবি দেখে ভিড়মি খেলেন ভক্তরা

প্রজাতন্ত্র দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন দেব। সারা মুখ ভর্তি ধুলোবালি মাখা, দাড়ি-গোঁফ বড়, মাথায় ভর্তি চিল, কপালে লাল ও হলুদ তিলক কাটা ঠিক এইরকম লুকে বাঘাযতীন হয়ে ধরা দিলেন দেব। ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল।

প্রজাতন্ত্র দিবসের দিন বড় চমক দিলেন অভিনেতা দেব। যদিও এটা কোনও নতুন বিষয় নয়, হামেশাই একের পর এক চমক দিয়েই চলেছেন সাংসদ অভিনেতা দেব। সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন দেব। সারা মুখ ভর্তি ধুলোবালি মাখা, দাড়ি-গোঁফ বড়, মাথায় ভর্তি চিল, কপালে লাল ও হলুদ তিলক কাটা ঠিক এইরকম লুকে বাঘাযতীন হয়ে ধরা দিলেন দেব। ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল।

প্রজাতন্ত্র দিবসের দিন স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ধরা দিলেন দেব। সকাল সকাল ছবির পোস্টার লুক শেয়ার করে দেব লেখেন, অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা। তাদের মধ্যে এক অন্যতম স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে। ২০২৩ সালে ২০ অক্টোবর মুক্তি পাবে বাঘাযতীন। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। দেবের এই লুক দেখে মুগ্ধ ভক্তরা।

Latest Videos

 

 

আপতত প্রজাপতি ছবি নিয়ে প্রতিনিয়ত চর্চায় উঠে আসছেন দেব। তবে সিনেমাই শুধু নয় ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন অভিনেতা। আবার ভক্তদের নয়া চমক দিলেন দেব। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার আরও এক বিখ্যাত ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। পরিচালক অরুণ রায় পরিচালিত এই ছবিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা-প্রযোজক দেবকে। নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে আসতে চলেছে দেবের আপকামিং ছবি বাঘাযতীন। ছবিতে আরও একটি বড় চমক রয়েছে। যেখানে দেবের বিপরীতে দেখা যাবে একেবারে ফ্রেশ এক নতুন মুখ। দীর্ঘদিন ধরে এই চরিত্রের জন্য নতুন মুখ চাইছিলেন পরিচালক ও প্রযোজক। অনেকদিন ধরে নতুন মুখের সন্ধানের পর নতুন খোঁজ পেয়েছেন। গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্রী সৃজা দত্ত হলেন দেবের ছবির নায়িকা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির লুক। যেখানে পুরো ভিন্ন অবতারে দেখা গিয়েছিল দেবকে। কালো রঙের স্যুট, হাতে লাঠি নিয়ে নজর কেড়েছিলেন ছবিতে। ছবিটি যেহেতু একটি পিরিয়ড ড্রামা,সেই কারণে ছবির লুকেও রয়েছে তার ছোঁয়া। ১৯০৫ থেকে ১৯১৫ সাল, সেই সময়কার ছবি তুলে ধরা হয়েছে ছবিতে। ব্রিটিশ সরকারের অর্থ দফতরে চাকরি করতেন বাঘাযতীন। সে সময়েরও একটা লুক রয়েছে ছবিতে। এবং এর পাশাপাশি বুড়িবালামের যুদ্ধ, বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াই সবটাই ছবিতে ফুটে উঠবে। তবে বাঘের সঙ্গে বাঘাযতীনের দৃশ্য ছবির অন্যতম জটিল অংশ। কারণ এই ঘটনার পর বাঘাযতীনের পায়ে প্রায় ছশোটা সেলাই পড়েছিল। এই দৃশ্য পর্দায় তুলে ধরাটাই ছিল সবচেয়ে কঠিন। এই দৃশ্যের জন্য উচ্চমানের ভিএফএক্স ব্যবহার করতে হবে। যার কারণে ছবির বাজেটও বেড়েছে। বাঘাযতীন ছবির শুটিং শুরু হবে আগামী ২৭ জানুয়ারী থেকে। ওড়িশার একটি বড় অংশে ছবির শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ২০ অক্টোবর মুক্তি পাবে বাঘাযতীন।

 

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral