'খোকা পুরো ভ্যানিশ', বক্সঅফিসে লক্ষ্মীলাভ তো দূর বিক্রি নেই ১ লক্ষ টাকা, নাম না নিয়ে অনির্বাণকে কটাক্ষ রাণার

অভিনয়ের পর পরিচালনায় হাতেখড়ি হয়েছে অনির্বাণ ভট্টাচার্যর । টলিপাড়ার তারকাদের সবর্দাই কথার চালে বিদ্ধ করে থাকেন প্রযোজক রাণা সরকার। এবার তার নিশানায় টলিপাড়ার টল-ডার্ক-হ্যান্ডসাম অনির্বাণ ভট্টাচার্য।

টলিপাড়ার টল-ডার্ক-হ্যান্ডসাম হাঙ্ক বললে প্রথমেই উঠে আসে অনির্বাণ ভট্টাচার্যর নামই উঠে আসে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব হলেন অনির্বাণের ভট্টাচার্য। অভিনয়ে তিনি কতটা সফল তা সকলেই জানেন, এবার অভিনয়ের পর পরিচালনায় হাতেখড়ি হয়েছে । আর তাতে যে তিনি বেশ সফলও হয়েছেন। টলিপাড়ার ব্যোমকেশ বক্সী অনির্বাণ ভট্টাচার্য ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। নাটকের পরিচালনায় তিনি যে ঠিক কতটা পারদশী তা যেন ফের একবার প্রমাণ হয়ে গেছে। তবে এহেন অভিনতাকে এবার খোঁচা দিলেন প্রযোজক রাণা সরকার।

টলিপাড়ার তারকাদের সবর্দাই কথার চালে বিদ্ধ করে থাকেন প্রযোজক রাণা সরকার। দুদিন আগেই টলি অভিনেতা সোহম চক্রবর্তীকে সরাসরি ফেসবুকে বিদ্ধ করেছিলেন রাণা সরকার। বিতর্কিত মন্তব্যে জুড়ি মেলা ভার রাণা সরকারের। এবার তার নিশানায় টলিপাড়ার টল-ডার্ক-হ্যান্ডসাম অনির্বাণ ভট্টাচার্য। এবার ফেসবুকে আবারও একটি বিস্ফোরক পোস্ট করেছেন রাণা সরকার। কারোর নাম নিয়েই এই পোস্টটি করেছেন রাণা। তবে নেটিজেনরা রাণার পোস্ট দেখে বুঝেই গেছেন সেটি অনির্বাণ ভট্টাচার্যকে নিশানা করেই লেখা রয়েছে।

Latest Videos

 

রাণা সরকারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে নেটদুনিয়া। নাম না নিয়ে প্রযোজক লেখেন, গরিবের আল প্যাচিনোর নতুন সিনেমা রিলিজের প্রথম দুদিনে এক লাখ টাকাও বিক্রি নেই বক্স্ফিসে। শাহরুখ খান ফিরবে বলেছিলো কিন্তু খোকা নিজেই ভ্যানিশ হয়ে যাবে কে জানতো। তবুও আঁতলামো চলবে। নিজের একক অভিনীত ছবি দ্বিতীয় সপ্তাহে টানার ক্ষমতা নেই কোনওদিনই, তবু মুখোশ পরা ডায়লগবাজি চলবেই। এখানেই থেমে থাকেননি রানা সরকার। ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন- বন্যেরা বনে সুন্দর কিছু স্টার ওটিটি-ক্রোড়ে। আর আমাদের কিছু করার নেই, আমরা অন্য কোথাও যাবো না, আমরা এই দেশেতেই থাকবো। সুতরাং নাম না নিয়ে অনির্বাণকেই যে তিনি খোঁচা দিয়েছেন তা আর বুঝতে কারোর বাকি নেই। কারণ সদ্য পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে অনির্বাণের। গত শুক্রবারই মুক্তি পেয়েছে অনির্বাণ ও ইশা-অর্জুন অভিনীত ছবি মিথ্যে প্রেমের গান। আর সেই সিনেমার আয় নিয়েই টলিউডের প্রযোজকের কাছ থেকে কটাক্ষ শুনতে হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। তবে অনির্বাণকে কটাক্ষ করতেই রেগে আগুন হয়েছেন অনুরাগীরা। তারাও ছাড়েননি প্রযোজককে। কমেন্টে বক্সে বন্যা বয়ে গেছে। পাল্টা উত্তর দিয়ে তারা রাণাকে মনে করিয়ে দেন, মানবজমিন বক্সঅফিসে খুব একটা চলেনি। সেই নিয়ে খোঁটা দিয়ে লেখেন, আপনার সিনেমা মানবজমিন চলল না, সে বিষয়ে অনির্বাণ কোনও পোস্ট করল না। আর আপনি ওর এত্ত খবর রাখেন। অনির্বাণ দার আপনাকে এক বালতি সমবেদনা উপহার দেওয়া উচিত। যার জবাবে প্রযোজক রাণা লেখেন- সেই অনুভব থাকা সম্ভব নয়, আর আমার চাইও না। আপাতত ওড়া বন্ধ করে উপলব্ধি করুক নিজের দম কতটা আর টাকা ও কমফোর্টের লোভ ছেড়ে নিজের প্রতিভার অপচয় বন্ধ করুক। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও স্পিকটি নট অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

Share this article
click me!

Latest Videos

স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ