Dev Birthday: পরিবার ও বান্ধবীকে নিয়ে জন্মদিন পালন করলেন দেব, ভাইরাল হল ছবি

Published : Dec 25, 2023, 12:29 PM IST
dev

সংক্ষিপ্ত

২৫ ডিসেম্বর ৪১-এ পা দিলেন দেব। রাত থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

প্রতি বছর ২৫ ডিসেম্বর দিনটি টলিউডের জন্য খুবই স্পেশ্যাল। এই দিন টলি তারকা দেবের জন্মদিন। প্রতি বছরের মতো এবারও পালিত হল দেবের জন্মদিন। ২৫ ডিসেম্বর ৪১-এ পা দিলেন দেব। রাত থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

২৪ তারিখ রাতে মা, বাবা ও বান্ধবীকে নিয়ে কেক কাটলেন দেব। সেই ছবি মিলল ফ্যানপেজে। সেখানে দেখা যাচ্ছে, ক্রশ আঁকা একটি সবুজ রঙের সোয়েট শার্ট পরে দেব। মুখ ভর্তি দাড়ি। সামনে রাখে কেক। তিনটি কেক তাঁর টেবিলে রাখা। পিছনে আছে ক্রিসমাস ট্রি। পাশে মা মৌসুমী অধিকারী, বাবা গুরু অধিকারী, বোন দীপালি অধিকারী। আছে রুক্মিণী মৈত্র ও পরিচালক রাজা চন্দ্র। সব মিলিয়ে জমজমাট ভাবে পালিত হল দেবের জন্মদিন।

 

 

এদিকে সদ্য মুক্তি পেল দেব অভিনীত প্রধান। পুজোর সময় মুক্তি পেয়েছে বাঘাযতীন। তারপর বড়দিনে এল প্রধান। ছবিতে দেব ছাড়াও আছেন সোহন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায় সব আরও অনেকে। অতনু রায় প্রযোজনা করেছে ছবিটি। আর পরিচালনা করেছে অভিজিৎ সেন। এই ছবিতে টলি তারকা সৌম্যতৃষা অভিনয় করেছে দেবের বিপরীতে। ছবিতে একজন পুলিশ কর্তার চরিত্রে দেখা গিয়েছে দেবকে। এদিকে পুজোয় মুক্তি পায় বাঘাযতীন। এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গিয়েছিল দেবকে। ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করেছিলেন দেব। ছবিটি ব্যাপক হিট করে। তেমনই এই ছবির সাফল্যের পর মুক্তি পায় প্রধান। এই ছবিটিও নজর কেড়েছে সকলের। সব মিলিয়ে কেরিয়ারে ভালোই সময় কাটছে দেবের।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

আরও পড়ুন

বিয়ে-হানিমুনের পর এবার বিতর্ক রিসেপশন ঘিরে, ফের খবরে পরমব্রত ও পিয়া

বর্ষশেষে চমক দিলেন আরবাজ, বিয়ে করলেন রবীনার মেকআপ আর্টিস্টকে, ভাইরাল বিয়ের ছবি

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?