বৃহস্পতি তুঙ্গে, তিন তিনটে ছবিতে দেখে দেবেন জীতু, বিপরীতে শুভশ্রী থেকে শ্রাবন্তী

Published : Nov 08, 2024, 02:32 PM IST
Jeetu Kamal

সংক্ষিপ্ত

টলিউড অভিনেতা জীতু কমলের ঝুলিতে একাধিক নতুন ছবি। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবিতে শুভশ্রীর সাথে জুটি বাঁধছেন। এসকে মুভিজের তিনটি ছবিতেও দেখা যাবে তাঁকে।

কপাল ফিরল জীতুর। ভালো সময় চলছে অভিনেতার। এক কথায় অভিনেতার বৃহস্পতি এখন তুঙ্গে। ঝুলিতে আছে একের পর এক ছবি। একাধারে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবিতে টলি তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। অন্যদিকে, এসকে মুভিজ-র ব্যানারে তিন তিনটে ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জীতু কমল।

নয় দশটি নয় একেবারে আঠারোটি নতুন ছবির ঘোষণা করতে চলেছে এসকে মুভিজ। সেই তালিকার অন্তত তিনটি ছবির প্রধান চরিত্রে দেখা যাবে জীতু কমলকে।

শোনা গিয়েছে, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত আমি আমার মতো ছবিতে প্রধান চরিত্রে আছেন জীতু কমল। ছবিতে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। থাকছেন রজতাভ দত্ত। এসকে মুভিজ-র ব্যানারে আরও একটি ছবি তৈরি হচ্ছে। যা পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। ছবিতে জীতুর বিপরীতে থাকবেন পায়েল সরকার। শোনা যাচ্ছে, অংশুমানের আরও একটি ছবি আসছে। যে ছবিতে দেখা দেবেন শ্রাবন্তী ও জীতু।

সব মিলিয়ে খবরে এলেন জীতু। এসকে মুভিজ-র ব্যানারে তিনটি ছবিতে দেখা দেবেন জীতু। বিপরীতে থাকছে পায়েল সরকার ও শ্রাবন্তীর মতো তারকারা।

এদিকে জীতুর ব্যক্তিগত জীবন নিয়ে নানান গুঞ্জন সামনে এসেছে। সদ্য এই নিয়ে মুখ খুলেছেন জীতু। তিনি বলেন, কত কিছুই তো শুনি নিজের নামে। আগে মাথা গরম করতাম। এখন মেডিটেশন করি, নিজেকে অনেকটাই কন্ট্রোল করে নিয়েছি। কিছুতেই আর রাগ হয় না। তবে, কিছুদিন আগে আমাকেও এবং একজন জনপ্রিয় অভিনেতাকে জড়িয়ে কথা শুরু হয়েছিল। আমরা নাকি সম্পর্কে আছি। শুনে হাসি পেয়েছিল।… এটা যদি রটতে পার, তাহলে রাগ করে বা জীবনে সেই চর্চা নিয়ে প্রভাব ফেলে কী লাভ?

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার