Uttam Kumar: এই সিনেমায় সাতটি গান গেয়েছিলেন উত্তম কুমার, জানেন কোন ছবি?

Published : Jul 21, 2025, 04:50 PM IST

মহানায়ক উত্তম কুমার শুধু অভিনয়ই নয়, গানেও ছিলেন পারদর্শী। 'নবজন্ম' ছবিতে তিনি সাতটি কীর্তন গেয়েছিলেন, যা অনেকেরই অজানা। এই প্রতিবেদনে উত্তম কুমারের এই অজানা গানের গল্প তুলে ধরা হয়েছে।

PREV
110

উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন, তা অনেকেই জানেন। কিন্তু জানেন কি এক ছবিতে তিনি সাতটি গান নিজেই গেয়েছিলেন।

210

১৯৫৬ সালে মুক্তি পায় ছবিটি। ছবির নাম নবজন্ম। এই ছবিতে উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি দেখা যায়।

410

তিনি জানান, অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবির গান গাইবেন। এতে তাঁর অভিনয়ও ভালো হবে বলেন।

510

নচিকেতা ঘোষ প্রথমদিন রেকর্ডিংয়েই বুঝে গিয়েছিলেন যে উত্তম একেবারে সঠিকভাবেই কীর্তন গাইছেন। আর সে কারণে এক নয় সাতটি গান গেয়েছিলেন।

610

ছবিতে ব্যবহার করা হয়েছিল সেই সব গান। তবে, তা রেকর্ডে রাখা হয়নি।

710

তবে, তিনি এই একটি ছবিতেই গান গেয়েছিলেন উত্তমকুমার। তার কোও ছবিতে তার গান শোনা যায়নি।

810

২৪ জুলাই বাংলার মহানায়ক-র মৃত্যুদিন। তাঁর প্রয়াণের ৪৬ বছর পরেও তাঁর খ্যাতি একই রকম রয়ে গিয়েছে।

910

২৪ জুলাই রাত সাড়ে ৯টায় নাগাদ প্রয়াত হন উত্তম কুমার। ঝড়ের গতিতে ছড়িয়েছিল খবর। তাঁকে শেষ বারের মতো দেখতে শয় শয় লোকের ভিড় হয়েছিল শ্মশানে।

1010

১৯৮০ সালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন উত্তমকুমার। আর কদিনের পরই

Read more Photos on
click me!

Recommended Stories