Ritabhari Chakraborty: 'অন্যের রান্নাঘরে যৌন সঙ্গম করেছি...' বিস্ফোরক স্বীকারোক্তি ঋতাভরীর!

'অন্যের রান্নাঘরে যৌন সঙ্গম করেছি...' বিস্ফোরক স্বীকারোক্তি ঋতাভরীর!

চিরকালই সোজা সাপটা ঋতাভরী চক্রবর্তী। ব্যক্তিগত হোক বা অন্য কোনও বিষয়ে স্পষ্ট কথা বলতে ভীষণ ভালবাসেন। এবার নিজের জীবনের ব্যক্তিগত কথা ফাঁস করেন এই অভিনেত্রী। যৌনতা নিয়ে প্রকাশ্যে বহুবারই কথা বলেছেন ঋতাভরী। একবার নুসরত জাহান সঞ্চালিত একটি চ্যাট -শো তে নিজের যৌন জীবনের কথা ফাঁস করেন অভিনেত্রী।

তিনি জানান, “আমার মতে শরীরে আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কারওকে ভিতর থেকে এতটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনও দ্বিধা থাকছে না।” এ ছাড়াও নিজেকে স্যাপিও সেক্সুয়াল বলে জানিয়েছেন অভিনেত্রী। এরপরই নিজের জীবনের এক চূড়ান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করেন ঋতাভরী চক্রবর্তী।

Latest Videos

এই অনুষ্ঠানে তাকে নুসরত প্রশ্ন করেন যে তিনি জীবনের সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় সঙ্গমে লিপ্ত হয়েছেন? এর উত্তরে হাসতে হাসতে ঋতাভরী জানান "রান্নাঘরে, তবে নিজের বাড়ির কিচেনে নয়, অন্যের বাড়ির রান্নাঘরে" ।

এরপর নুসরত তাকে জিজ্ঞাসা করেন, সব কিছু ঠিকঠাক ছিল রান্নাঘরের? এরপর ঋতাভরী উত্তর দেন " একদম নয়"। এ ছাড়াও মেয়েদের যৌন জীবন নিয়ে ঋতাভরী বলেন, " আমি বহু মেয়েকে দেখেছি যাঁরা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে নিজেকে এঁটো মনে করেন। আমরা কেউই কারও খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।"

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari