Ritabhari Chakraborty: 'অন্যের রান্নাঘরে যৌন সঙ্গম করেছি...' বিস্ফোরক স্বীকারোক্তি ঋতাভরীর!

Published : Jun 27, 2024, 09:41 AM ISTUpdated : Jun 27, 2024, 09:55 AM IST
Ritabhari

সংক্ষিপ্ত

'অন্যের রান্নাঘরে যৌন সঙ্গম করেছি...' বিস্ফোরক স্বীকারোক্তি ঋতাভরীর!

চিরকালই সোজা সাপটা ঋতাভরী চক্রবর্তী। ব্যক্তিগত হোক বা অন্য কোনও বিষয়ে স্পষ্ট কথা বলতে ভীষণ ভালবাসেন। এবার নিজের জীবনের ব্যক্তিগত কথা ফাঁস করেন এই অভিনেত্রী। যৌনতা নিয়ে প্রকাশ্যে বহুবারই কথা বলেছেন ঋতাভরী। একবার নুসরত জাহান সঞ্চালিত একটি চ্যাট -শো তে নিজের যৌন জীবনের কথা ফাঁস করেন অভিনেত্রী।

তিনি জানান, “আমার মতে শরীরে আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কারওকে ভিতর থেকে এতটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনও দ্বিধা থাকছে না।” এ ছাড়াও নিজেকে স্যাপিও সেক্সুয়াল বলে জানিয়েছেন অভিনেত্রী। এরপরই নিজের জীবনের এক চূড়ান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করেন ঋতাভরী চক্রবর্তী।

এই অনুষ্ঠানে তাকে নুসরত প্রশ্ন করেন যে তিনি জীবনের সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় সঙ্গমে লিপ্ত হয়েছেন? এর উত্তরে হাসতে হাসতে ঋতাভরী জানান "রান্নাঘরে, তবে নিজের বাড়ির কিচেনে নয়, অন্যের বাড়ির রান্নাঘরে" ।

এরপর নুসরত তাকে জিজ্ঞাসা করেন, সব কিছু ঠিকঠাক ছিল রান্নাঘরের? এরপর ঋতাভরী উত্তর দেন " একদম নয়"। এ ছাড়াও মেয়েদের যৌন জীবন নিয়ে ঋতাভরী বলেন, " আমি বহু মেয়েকে দেখেছি যাঁরা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে নিজেকে এঁটো মনে করেন। আমরা কেউই কারও খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।"

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার