'আমাদের বিয়ে হলে খুব বাজে....'- উত্তম কুমারের বিয়ের প্রস্তাবে কী বলেছিলেন সুচিত্রা? চমকে উঠবেন

Published : Jul 21, 2025, 05:37 PM IST

এখনও তাঁদের ফ্যানের সংখ্যা লজ্জা দেবে এখনকার টলিউড-বলিউড বহু নায়ক নায়িকাকে। সেই উত্তম সুচিত্রা জুটি বাঙালির বড় আপন। একবার বিয়ের কথাও নাকি মহানায়িকাকে বলে বসেছিলেন উত্তম কুমার। এই কথা শুনে কী বলেছিলেন সুচিত্রা?

PREV
112

মহানায়ক উত্তম কুমার অভিনয় জগতে পা রেখেছিলেন “দৃষ্টিদান” সিনেমায় শিশু শিল্পী হিসেবে। অভিনয় জীবনের শুরুর দিকে তার করা পরপর ৭ টি সিনেমা ফ্লপ হয়।

212

এরপর নায়ক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন “কামনা” ছবির মধ্যে দিয়ে। এর পরে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে “সাড়ে চুয়াত্তর”এ জুটি বাঁধতে দেখা যায় তাঁকে।

412

তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ কেমন, জানতে চাইতেন সকলেই। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, এমন নানা জল্পনা তাঁদের কেন্দ্র করে ঘুরে বেড়াতো সিনেপাড়ায়।

512

এক কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, যে সেই যুগে দাঁড়িয়ে দু’জনেই ছিলেন সুপারস্টার। কেরিয়ারে তখন দাপটের সঙ্গে রাজত্ব করছেন।

612

একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। তবে জুটিতেও কম যান না। প্রায় ৩০টি ছবি তাঁরা একসঙ্গে করেছেন। যার অধিকাংশই হিট। পর্দার বাইরেও তাঁদের অনুরাগীরা একসঙ্গে দেখতে পছন্দ করতেন।

712

মুঠো মুঠো ছবির প্রস্তাব তাঁদের ঝুলিতে। সবটা নিয়ে ব্যস্ত থাকতেন তাঁরা। তবে ব্যক্তিজীবনে যে তাঁরা সংসার করেননি এমনটা নয়।

812

তবে দুজনে এক ছাদের তলায় থাকলে সম্পর্ক কতটা টিকত, তা নিয়ে প্রশ্ন ছিল নায়িকার মনে।

912

তা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন সকলের স্বপ্নের রাজপুত্রকে।

1012

একবার বিয়ের কথাও নাকি মহানায়িকাকে বলে বসেছিলেন উত্তম কুমার। এই কথা নাকি সুচিত্রা সেনের বাড়িতেই হয়েছিল।

1112

যেখানে উত্তম কুমার বলেছিলেন, রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো? প্রশ্ন শুনে বিন্দুমাত্র বিচলিত হননি সুচিত্রা।

1212

তিনি পাল্টা যুক্তি দিয়ে উত্তম কুমারকে বুঝিয়েছিলেন, “একদিনও এই বিয়ে টিকত না। কারণ তোমার আর আমার ব‍্যক্তিত্ব অত‍্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তুমি চাইতে তোমার সাফল‍্য, আমি চাইতাম আমার সাফল্য। এমন দুজন বিয়ে করলে খুব বাজেভাবে তা ভেঙে যেত।”

Read more Photos on
click me!

Recommended Stories