- Home
- Entertainment
- Bengali Cinema
- Uttam Kumar: এই সিনেমায় সাতটি গান গেয়েছিলেন উত্তম কুমার, জানেন কোন ছবি?
Uttam Kumar: এই সিনেমায় সাতটি গান গেয়েছিলেন উত্তম কুমার, জানেন কোন ছবি?
মহানায়ক উত্তম কুমার শুধু অভিনয়ই নয়, গানেও ছিলেন পারদর্শী। 'নবজন্ম' ছবিতে তিনি সাতটি কীর্তন গেয়েছিলেন, যা অনেকেরই অজানা। এই প্রতিবেদনে উত্তম কুমারের এই অজানা গানের গল্প তুলে ধরা হয়েছে।

উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন, তা অনেকেই জানেন। কিন্তু জানেন কি এক ছবিতে তিনি সাতটি গান নিজেই গেয়েছিলেন।
১৯৫৬ সালে মুক্তি পায় ছবিটি। ছবির নাম নবজন্ম। এই ছবিতে উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি দেখা যায়।
জানা যায়, ছবির জন্য সঠিক কীর্তন গাওয়ার গায়ক খুঁজছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। সে কথা জানতে পায় উত্তমকুমার।
তিনি জানান, অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবির গান গাইবেন। এতে তাঁর অভিনয়ও ভালো হবে বলেন।
নচিকেতা ঘোষ প্রথমদিন রেকর্ডিংয়েই বুঝে গিয়েছিলেন যে উত্তম একেবারে সঠিকভাবেই কীর্তন গাইছেন। আর সে কারণে এক নয় সাতটি গান গেয়েছিলেন।
ছবিতে ব্যবহার করা হয়েছিল সেই সব গান। তবে, তা রেকর্ডে রাখা হয়নি।
তবে, তিনি এই একটি ছবিতেই গান গেয়েছিলেন উত্তমকুমার। তার কোও ছবিতে তার গান শোনা যায়নি।
২৪ জুলাই বাংলার মহানায়ক-র মৃত্যুদিন। তাঁর প্রয়াণের ৪৬ বছর পরেও তাঁর খ্যাতি একই রকম রয়ে গিয়েছে।
২৪ জুলাই রাত সাড়ে ৯টায় নাগাদ প্রয়াত হন উত্তম কুমার। ঝড়ের গতিতে ছড়িয়েছিল খবর। তাঁকে শেষ বারের মতো দেখতে শয় শয় লোকের ভিড় হয়েছিল শ্মশানে।
১৯৮০ সালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন উত্তমকুমার। আর কদিনের পরই

