'কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি' মুক্তি পেল 'খাদান' ছবির রোমহর্ষক টিজার, কবে মুক্তি পাচ্ছে এই সিনেমা?

'কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি' মুক্তি পেল 'খাদান' ছবির রোমহর্ষক টিজার, কবে মুক্তি পাচ্ছে এই সিনেমা?

অবশেষে মুক্তি পেল '' খাদান" ছবির টিজার। একটা কয়লা খনির এলাকা। দূর থেকে আসছে সাইরেনের আওয়াজ। হঠাৎ বিস্ফোরণের স্বব্দ শোনা গেল। এরপর সামনে এল বেশ কয়েকটা লড়ি । কুঠার হাতে সামনে এগিয়ে এলেন দেব। বললেন, ‘যে একা সব সয়, ওহিই সর্দার হয়’।

এরপরই দেখা গেল যিশুকে। তাঁর পাশে দেব বললেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বলে কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি?'

Latest Videos

সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবির টিজার। হাড় হিম করা এই টিজার দেখে প্রশংসা করেছেন অনেকেই। সম্পূর্ণ টিজারটি ভীষণ ভাবে রোমহর্ষক ছিল। 

গত ১৪ অগস্ট মুক্তি পাওয়ার কথা খাদান টিজার। তবে আরজি কর কাণ্ডের জেরে এবং ওই দিন মহিলাদের রাত দখল ছিল। যার আর তাই খাদান- টিজারের মুক্তি পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব।

এরপর ২৯ অগস্ট সামনে এল এই টিজার। ছবিটির পরিচালনা করছেন সুজিত দত্ত। এই ছবির প্রযোজনায় রয়েছে দেব নিজেও। এ ছাড়াও এই ছবিতে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্ত, স্নেহা বসু, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীকে।

টিজারটি শেয়ার করে দেব লিখেছেন, " বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে…একটি বন্ধুত্বের মহাকাব্যিক যাত্রা শুরু হচ্ছে।খাদান” এর জগতে প্রবেশ করতে প্রস্তুত হন যেখানে শক্তি, লোভ এবং প্রতিশোধ সংঘর্ষ রয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
VIDEO দেখলে অবাক হবেন! পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল একদল ডলফিন! | Sunita Williams | Dolphin
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য | Ranaghat | Nadia News
'একটা মূর্খ মুখ্যমন্ত্রী! সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলছে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari