চিঠিটি পাঠানে হয় টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়ে সেনগুপ্ত এবং আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকের কাছে।
মহিলাদের সুরক্ষা এই রাজ্যে কতটা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আরজি কর কাণ্ড। এখনও চলছে তার তদন্ত। এবার মেয়েদের সুরাক্ষা নিয়ে তৎপর হল টলিউড।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁকে সমর্থন করেছেন রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
এবার নারী সুরক্ষা নিয়ে উইমেন্স ফোরাম তৈরির দাবি জানালেন তাঁরা। যে কারণে সকল মহিলারা একজোট হয়ে একটি চিঠি লেখেন। চিঠিটি পাঠানে হয় টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়ে সেনগুপ্ত এবং আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকের কাছে।
চিঠিতে লেখা হয়েছে, প্রত্যেকদিন আমরা নানা ভাবে যৌন হেনস্তার শিকার হচ্ছি। নারী, শিশু ও প্রান্তিক পরিচয়ের মানুষদের নির্যাতনের কথা শোনা যায়। তবুও আমাদের কাছে এমন কোনও কার্যকরী সহায়তা ব্যবস্থা নেই যেখানে ভারতীয় আইন অনুসারে যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের দাবি জানাতে পারি।
এদিকে সদ্য আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল প্রতিবাদ মিছিল। সেখানে টলিউডের সকল তারকা হাজির হন। বড়পর্দা, ছোটপর্দা, ওটিট তো বটেই তেমনই ছিলেন নাট্য ব্যক্তিত্বরা। এদিন রূপা গঙ্গোপাধ্যায় ও দেব-কে একসঙ্গে দেখা যায়। নিজেদের রাজনৈতিক দলের কথা ভুলে প্রতিবাদে হাজির হল দুজনেই। তেমনই ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, শ্রীলেখা, দেবলীনা দত্ত-সহ সকল তারকারা। আরজি কর কান্ডের প্রতিবাদে পথে নেমেছেন সেলেবরাও। মোমবাতি হাতে প্রতিবাদ করেন সকল টলিউড তারকা।