পুজোয় ফিতে কাটলেই লাখপতি, জেনে নিন পুজো উদ্বোধনে কোন তারকা নেন কত পারিশ্রমিক

Published : Aug 11, 2025, 10:29 AM IST
tollywood

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর উদ্বোধনে কোয়েল মল্লিক সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণ করেন, যা ৫ লক্ষ টাকা। অন্যান্য তারকারা, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৩ লক্ষ টাকা করে নেন।

ঢাকে কাঠি পড়ল বলে। আর এক মাসের অল্প একটু সময় বাকি দুর্গাপুজোর। অনেক জায়গায়ই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। থিম পুজো করতে গেলে প্যান্ডেল সজ্জায় বিস্তর সময় লাগে। তেমনই বিভিন্ন বড় বাজেটের পুজোয় আগে থেকে নিতে হয় নানান প্রস্তুতি। তার তাই প্রস্তুতি চরমে। এদিকে মহালয়ার পর থেকেই অনেক জায়গায় উদ্বোধন হয়ে যায়। সে কারণে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য চলছে নানান প্রচেষ্টা। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের উপার্যন হয়ে থাকে। বাড়তি উপার্যন করে থাকেন সেলেবরাও। বিভিন্ন পুজো উদ্বোধন করতে হাজির হল সেলেব। বড় পর্দার তো বটেই বাদ যান না ছোট পর্দার তারকারাও। তবে, জানেন কি ফিতে কাটতে কোন তারকা নিয়ে থাকেন কত টাকা?

সব থেকে বেশি টাকা নেন কোয়েল মল্লিক। তিনি নিয়ে থাকেন ৫ লক্ষ টাকা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা।

দেব পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা।

অঙ্কুশ হাজরা পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ টাকা।

যশ দাশগুপ্ত পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ টাকা।

পিছিয়ে নেই সিরিয়ালের তারকারাও। জগদ্ধাত্রী এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পুজো উদ্ধোধনের ক্ষেত্রে চার্জ করে থাকেন প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা। জানা যায়, কথা চরিত্রাভিনেত্রী সুস্মিতা দে-র পারিশ্রমিক ৪০ থেকে ৪৫ হাজারের ঘরে। সাহেব ভট্টাচার্য নিয়ে থাকেন প্রায় ৭০ হাজার টাকা। রাণী ভবানী অভিনেত্রী রাজনন্দিনী দত্ত-র নিয়ে থাকেন ৭০ হাজার। তেমনই টলিউড তারকা দিতিপ্রিয়া রায় নিয়ে থাকেন প্রায় ১ লক্ষ। আবার জিতু কামাল ১ লক্ষ টাকা নিয়ে থাকেন। শুভস্মিতা মুখোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নেন ৪০ হাজার টাকা। স্বস্তিকা দত্ত ৫০ হাজার টাকা। পল্লবী শর্মার পারিশ্রমিক ৫০ হাজার টাকা। এই পারিশ্রমিক মাঝে মধ্যেই পরিবর্তন হয়। কখনও তা বাড়ে আবার কখনও সামান্য কমতেই দেখা যায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে