
৩৩-শে পা দিলেন টলি সুন্দরী নুসরত জাহান। ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় তারকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। মধ্যরাত থেকেই চলছে দেদার সেলিব্রেশন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন সাংসদ তারকা।
নিজের জন্মদিনের দিন একের পর এক ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। সেখানেই যশের দেওয়া কেকের ছবি শেয়ার করে নেন নুসরত। যেখানে লেখা, আমার এতদিনের সবচেয়ে প্রিয় জন্মদিনের কেক। এখানেই শেষ নয়, যশের জন্মদিনের শুভেচ্ছা পোস্টও শেয়ার করেন নুসরত জাহান। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটদুনিয়ায় প্রকাশ্যেই ভালবাসা জানিয়ে লেখেন-আমি তোমাকে ভালবাসি।
স্ত্রী নুসরতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যশ নিজের ইনস্টা-তে লেখেন, তোমার দিনগুলো তোমার হাসির মতোই রৌদ্রজ্জ্বল হোক, তোমার চোখের মতোই উজ্জ্বল হোক। আশা করি বছরের জন্মদিন দুর্দান্ত কাটবে নুসরত। যশের এই জন্মদিনের পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। চ্লচ্চিত্রের মতোই রঙিন নুসরত জাহানের জীবন। কেরিয়ার থেকে রিলেশন সবেতেই শিরোনামে নুসরত জাহান। মা হওয়ার পর যেন নিজেকে বদলে ফেলেছেন নুসরত। যত দিন যাচ্ছে ততই যেন কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী নুসরত জাহানের। হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। মা হওয়ার পরও ছেলেকে সামলে একা হাতে সবটা করে চলেছেন নায়িকা। একদিকে সাংসদের দায়িত্ব অন্যদিকে কেরিয়ার, দুটোই ব্যালেন্স করছেন নায়িকা।
মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু। জিতের সঙ্গে প্রথম ছবি শত্রু দিয়ে লাইমলাইটে আসেন নুসরত। তারপরেই টলিপাড়ার দেব, অঙ্কুশ সকলের সঙ্গেই পর্দা শেয়ার করেন নুসরত। পেশাগত জীবনে বৃহস্পতি সর্বদাই তুঙ্গে নুসরতের। চ নীতি পুলিশদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে তিনি বাঁচেন নিজের শর্তে। নিজেকে ভাল রাখার জন্য যা যা করা দরকার সবটা করতে রাজি নুসরত জাহান।প্রতিনিয়ত ছক ভাঙতে সিদ্ধহস্ত নুসরত জাহান। ফের সকলকে চমকে দিয়েছেন নুসরত জাহান। সেক্সি টোনড ফিগারে একাধিক ছবি শেয়ার করে সকলকে পাগল করে দিচ্ছেন নুসরত জাহান। মা হওয়ার কিছুদিনের মধ্যেই বেবিফ্য়াট ঝরিয়ে সেক্সি ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত জাহান। ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, চাবুক ফিগারে নুসরতকে দেখে ঘাম ঝরেছে নেটিজেনদের। সম্প্রতি সাংসদ অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি মারলেই একাধিক বিকিনি লুকে দেখা যাচ্ছে নুসরত জাহানকে। যদি ভক্তদের ধরে রাখতে প্রতিদিনই কোন না কোনও চমক দিয়েই চলেছেন নুসরত জাহান। সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ। একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
আরও পড়ুন-
বিকিনি থেকে মনোকিনি, গর্জিয়াস নুসরতের হট ফটোশ্যুটে আগুন জ্বলছে নেটপাড়ায়, ছবি দেখে থ ভক্তরা
কেরিয়ার থেকে সম্পর্ক, সাংসদ তারকা নুসরতের জন্মদিনে রইল অজানা কাহিনি
শাহরুখের নায়িকা হয়ে ধরা দিলেন নুসরত, লাল শাড়ির আঁচল উড়িয়ে সুস্মিতাকে মনে করালেন সাংসদ-তারকা