দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবিতে মজেছিল বাংলার দর্শক। 'টনিক'-এর পর 'কিশমিশ'-এ ফের দর্শকদের হলমুখো করেছিলেন দেব। ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে 'কিশমিশ'। আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ বাংলা চলচ্চিত্র দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ'। যা বক্স অফিসে ৭.০৬ কোটি টাকা আয় করেছে। রাহুল মুখার্জি পরিচালিত এই ছবিতে দেব,রুক্মিণী এবং খরাজ মুখার্জি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।