রচনা পায়েলকে আরও বলেন তার মা বাবা বিয়ে নিয়ে তাকে কিছু বলেন না। এর উত্তরে পায়েল বলেন, মা ও বাবা ভীষণ কুল, এবার সেটা হাল ছেড়ে দেওয়ার কারণে কিনা জানি না, উত্তর দিয়েও ফের হাসতে শুরু করেন পায়েল। তবে কি পায়েলের হাসির মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে, তা জানেন না পায়েল।