চার মাসে ২১ কেজি ওজন কমিয়ে নজরের কেন্দ্রে ভুমি, শরীরচর্চার গোপন রহস্য ফাঁস

Published : Nov 25, 2019, 12:40 PM ISTUpdated : Nov 25, 2019, 04:30 PM IST
চার মাসে ২১ কেজি ওজন কমিয়ে নজরের কেন্দ্রে ভুমি, শরীরচর্চার গোপন রহস্য ফাঁস

সংক্ষিপ্ত

২১ কেজি ওজন কমালেন ভুমি সকলের নজরের কেন্দ্রে এখন দম লাগাকে হাইসা ছবির অভিনেত্রী শরীরচর্চার গোপন রহস্য কী খোলসা করে জানালেন ভুমি

দম লাগাকে হাইসা ছবির মধ্যে দিয়েই সকলের নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে সৌন্দর্যতাকে অস্ত্র করে নয়, বলিউডে তিনি ডেবিউ করেছিলেন অভিনয়ের জাদু নিয়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন ভূমি। ছবির প্রেক্ষাপটই ছিল মোটা কিংবা কালো স্ত্রীর প্রতি স্বামীর অনিহা। সেই চরিত্র দিয়ে হাতে খড়ি হয় ভুমির। 

সেই অভিনেত্রীই যে কয়েক বছরের মধ্যে সকলের নজরের কেন্দ্রে চলে আসবেন, এবং শুধুই অভিনয় নয়, নিজের লুকের জাদুতেও সকলকে কাবু করে রাখবে তাঁর কথা কে জানত। তেমনই এক পরিস্থিতির সাক্ষী থাকলেন দর্শকেরা। যাঁরা এক কথায় ভুমিকে দেখলে ভেবেই পান না এই সৌন্দর্যের পেছনের রহস্য কী! না, কোনও সার্জারি কিংবাা কোনও কস্মেটিক্স নয়। বাড়িতেই চার মাসে ২১ কেজি ওজন কমিয়েছিলেন ভুমি। 

 

 

ভুমির এই সৌন্দর্যের পেছনের রহস্য কোথায়! নিজেই খোলসা করলেন অভিনেত্রী। প্রকাশ্যেই তিনি জানান প্রচুর স্পা থেরাপি নিয়েছিলেন তিনি। সঙ্গে বডি মাসাজ। কিন্তু ডায়েটে বিশ্বাসী নন ভুমি। বাড়িতে ফ্যাট মুক্তি যা যা খাবার তাঁর মা করেদিতেন সেই খাবারই খান ভুমি। জল বেশি খাওয়া সঙ্গে প্রতিদিন শরীরচর্চা করাটাই পাখির চোখ করেছিলেন ভুমি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার